কাপাসিয়ায় মাস্ক পরিধান না করায় ১৬ জনকে জরিমানা
কাপাসিয়ায় মাস্ক পরিধান না করায় ১৬ জনকে জরিমানা।
গাজীপুরের কাপাসিয়ায় মাস্ক পরিধান না করায় ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
করোনার ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবয়নের লক্ষ্যে মাঠে নেমেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন।
করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব, বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করণের লক্ষ্যে
মাস্ক পরিধান না করায় ১৬ জনকে ৩ হাজার ২শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে কাপাসিয়া বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা।
নড়াইলে দৈনিক আমাদের সময় এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন
তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরিধান না করায় সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ধারা অনুযায়ী
কাপাসিয়ায় মাস্ক পরিধান না করায় ১৬ জনকে তিন হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও বলেন, মাস্ক পরিধান সকলের জন্য বাধ্যতামূলক এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এই অভিযান অব্যাহত থাকবে।

Pingback: বেগুনি ধানের গোছায় ২৫ কুশি, চারদিকে সবুজ প্রকৃতি - দ্যা বাংলা ওয়াল