কৃষি ও প্রযুক্তিদেশব্যাপীশিরোনামসব খবরসর্বশেষ

বেগুনি ধানের গোছায় ২৫ কুশি, চারদিকে সবুজ প্রকৃতি

বেগুনি ধানের গোছায় ২৫ কুশি। চারদিকে সবুজ প্রকৃতি। মাঠের পর মাঠ বোরো ধান। সবুজ ধানগাছ দোল খাচ্ছে বাতাসে।

এই সবুজ মাঠেই শোভা পাচ্ছে বেগুনি রঙের ধানগাছ। সবুজের মাঝে বেগুনি রং মাঠের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

শুধু সৌন্দর্য বাড়ায়নি, চলতি বোরো মৌসুমে শ্রীপুর উপজেলায় বেগুনি রঙের ধানের বাম্পার ফলন হয়েছে।

কৃষকেরা বেগুনি রঙের ধান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে শ্রীপুর উপজেলায় প্রায় ৬-৭ বিঘা জমিতে বেগুনি রঙের ধান চাষ হয়েছে।

এর মধ্যে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে ৩ বিঘা এবং বরমী ও কাওরাইদ ইউনিয়নে ৪ বিঘা।

সূত্রটি জানায়,তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এনামুল হক উপজেলা কৃষি উপ-সহকারী সারোয়ারের পরামর্শে

বোরো মৌসুমে চারা উৎপাদনে সেই ধান বপন করেন। প্রথমবার ৩ বিঘা জমিতে এই ধানের চাষ করেন।

ফলনও ভালো হবে আশা করছেন। প্রতি বিঘায় আশা করা যাচ্ছে ৩০ মণ ধান উৎপাদন হবে।

ভালো ফলন দেখে স্থানীয়ভাবে অন্য কৃষকের মাঝে হইচই শুরু হয়ে গেছে।

কাপাসিয়ায় মাস্ক পরিধান না করায় ১৬ জনকে জরিমানা

এলাকার কৃষকদের এই ধান চাষের জন্য উৎসাহিত করছেন ।

বেগুনি ধানের গোছায় ২৫ কুশি: বেগুনি রঙের ধানের ফলন কেমন হবে, কৃষকেরা কতটা লাভবান হবেন,

তা নিয়ে পর্যবেক্ষণ শুরু করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান।

তিনি বলেন, বেগুনি রঙের ধানের শিষ সাধারণ উফশী ধানের মতোই। গড়ে প্রতি গোছায় ২৫টি কুশি হয়, যেখানে উফশী খেতে গড়ে ২১টি কুশি রয়েছে।

কুশির সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় এ ধানের ফলন বেশি হয়। জীবনকাল অন্যান্য উফশী ধানের মতোই—১৪০ দিন।

বিঘাপ্রতি ২০ থেকে ২৫ মণ ফলন আসার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বেগুনি রঙের ধানের শিষের গোড়া শক্ত। ধানগাছ ভেঙে পড়ে না সহজে।

কুশি চারদিকে ছড়িয়ে থাকে। সহজে গাছ আলো–বাতাস পায় বলে পোকার আক্রমণের আশঙ্কা কম।

যশোরে করোনার সংক্রমণ বাড়ছে

তিনি আরও বলেন, গত এক বছরের পর্যবেক্ষণে দেখা গেছে, এই ধান চাষ অন্যান্য ধানের মতোই লাভজনক হবে।

অনুপ্রাণিত অন্য কৃষকেরাও : উপজেলার তেলিহাটির কয়েকজন কৃষকের সাথে কথা হয় বেগুনি রঙ্গের ধান নিয়ে।

তাঁরা জানান তাদের গ্রামের কৃষক এনাম তিন বিঘা জমিতে বেগুনি রঙের ধানের চাষ করেছেন।

তার জমির ফলন দেখা যাচ্ছে অন্য জমির তুলনায় ভালো হয়েছে।

আগামিতে আমরাও জমিতে বেগুনি রঙের ধান চাষ করবো।

বেগুনি রঙের ধান নিয়ে পর্যালোচনা :শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মূয়ীদুল হাসান বলেন,

এই ধান দেখতে পুরোপুরি বেগুনি রঙের। ফলনও ভালো। গতবার বিঘাপ্রতি ২১ মণ ধান উৎপাদন হয়েছে।

বেগুনি ধানের গোছায় কৃষকেরা আগ্রহ করে এই ধানের চাষ করেছেন।

/ গাজীপুর প্রতিনিধি

https://shopnotelevision.wixsite.com/reporters
The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

শ্রীপুর (গাজীপুর) করেসপনডেন্ট

# 43 Ataur Rahman SHOHEL E-mail: ataur.sohel88@gmail.com Cell: 01915218424, 01616351565 Education: B. Sc Name: Ataur Rahman SHOHEL Father’s Name: Md. yaiz Uddin Mother’s Name: Mst. Suria akter Permanent: Vill. & PO- Mawna, PS-Sreepur, Dist. Gazipur-1740 DOB: 26-01-1992 Blood Group: B+ National ID No.: 9113438932

One thought on “বেগুনি ধানের গোছায় ২৫ কুশি, চারদিকে সবুজ প্রকৃতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *