ভিক্ষুক মনিরের ঋণের টাকা পরিশোধ করলেন প্রবাসী আওতাদ
নবীগঞ্জে ভিক্ষুক মনিরের নলকূপের ঋণের টাকা পরিশোধ করলেন প্রবাসী আওতাদ।

নবীগঞ্জে অসহায় একটি পরিবারকে উপজেলার ঘোলডুবা (এমপি বাড়ী) গ্রামের লন্ডন প্রবাসী মোঃ আওতাদ হোসেন গভীর নলকূপের টাকা প্রদান করেছেন।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের জুহুরপুর গ্রামের অসহায় ভিক্ষুক মনির মিয়ার পরিবার দীর্ঘদিন
যাবত (প্রায় ১০বছর) বিশুদ্ধ পানির অভাবে ছিলেন।
এলাকার বর্তমান চেয়ারম্যান মেম্বার সহ বিশিষ্টজনের ধারে ধারে ঘুরে ও কোন সহায়তা পাননি বলে ভিক্ষুক মনির মিয়া ও
উনার স্ত্রী সুফিয়া বেগম এক সাংবাদিকের ফেসবুক লাইভের মাধ্যমে জানান।
করোনা প্রতিরোধে যৌথ প্রচারণা অভিযান জেলা প্রশাসন
ভিডিও টি দ্রুত ভাইরাল হলে অনেক প্রবাসী উনাদের সাহায্যে এগিয়ে আসেন এবং সহায়তা প্রদানের কথা বলেন।
অবশেষে ঘোলডুবা গ্রামের কৃতিসন্তান লন্ডন প্রবাসী মোঃ আওতাদ হোসেন মানবতার সেবায় এগিয়ে এসে
ভিক্ষুক মনির মিয়ার পরিবার কে একটি গভীর নলকূপ (রিং টিউবওয়েল) ঋণের দশ হাজার পাচশত টাকা প্রদান করেন।
অবশেষে বিশুদ্ধ পানির জন্য অনেকদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন।
নোয়াখালী সেনবাগে নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার
মনির মিয়া জানান, ভোগান্তির যেন কোন শেষ নেই। আমাদের এই কষ্ট দেখে মানবতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আওতাদ হোসেন।
উনার পরিবারের সকলকে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও দোয়া কামনা করছি আল্লাহ তায়ালা যেন করোনা ভাইরাস সহ সকল রোগ থেকে হেফাজতে রাখেন।
সোমবার (৫ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে জুহুরপুর গ্রামের মনির মিয়ার বাড়িতে মনির মিয়া ও
উনার স্ত্রী সুফিয়া বেগমের হাতে গভীর নলকূপ স্থাপনের ঋণের টাকা প্রদান করা হয়েছে।
ভিক্ষুক মনিরের ঋণের টাকা এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্লভপুর গ্রামের মুরুব্বি মোঃ মুকিদ মিয়া,
জুহুরপুর গ্রামের মুরুব্বি আশিক মিয়া, শায়েস্তা মিয়া, জাহিদ আলী সহ আরও অনেকে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নড়াইলে চাঁদা না দেওয়ায় গুলি লক্ষাধিক টাকা ছিনতাই - দ্যা বাংলা ওয়াল