কালিগঞ্জে প্রতিপক্ষের হামলায় হাসপাতালের বৃদ্ধ দম্পতি
কালিগঞ্জে প্রতিপক্ষের হামলায় হাসপাতালের বৃদ্ধ দম্পতি।
সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিবেশীর বাড়িতে ছাগল প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তাদের পরিকল্পিত হামলা ও মারপিটে বৃদ্ধ দম্পতি হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৬ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে। এঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, পানিয়া গ্রামের মৃত হোসেন আলী গাজীর ছেলে আব্দুস ছাত্তার গাজীর (৫৭) সাথে
প্রতিবেশী আব্দুল গফফার গাজীর পূর্ব থেকে বিভিন্ন কারণে বিরোধ চলছে।
গত সোমবার বিকেলে আব্দুস ছাত্তারের একটি পোষা ছাগল আব্দুল গফফারের বাড়িতে প্রবেশ করলে তারা ছাগলটিকে মারপিট করে।
বিষয়টি দেখতে পেয়ে আাব্দুস ছাত্তারের স্ত্রী আমিনা খাতুন (৪৮) প্রাণিটিকে মারপিট করতে নিষেধ করে।
সিরাজগঞ্জ র্যাবের অভিযানে প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার
এতে উত্তেজিত অশ্লীল গালিগালাজ করার একপর্যায়ে মৃত হোসেন আলী গাজীর ছেলে আব্দুল গফফার গাজী (৫৫), তার ছেলে নূর হোসেন (২৫),
আব্দুল গফফারের ভাই শহীদ গাজী (৫০), তার স্ত্রী শামছুন নাহার (৪০), ইমান্দি সরদারের ছেলে ইশার আলী (৪৮)সহ
অজ্ঞাতনামা ২/৩ জন আমিনা খাতুনের বাড়িতে প্রবেশ করে তার উপর দা, লোহার রড, বাঁশের লাঠি নিয়ে বেধড়ক মারপিট করে ও শ্লীলতাহানী ঘটায়।
এসময় একটি সোনার চেইন ছিনিয়ে নেয় তারা। প্রতিপক্ষের হামলা থেকে স্ত্রীকে রক্ষা করতে যেয়ে ব্যাপক মারপিট করার পাশাপাশি শ^াসরোধে হত্যার চেষ্টা চালায়।
প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার
পরবর্তীতে প্রতিবেশীরা আমিনা খাতুন ও আব্দুস ছাত্তারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালিগঞ্জে প্রতিপক্ষের হামলায় বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
এব্যাপারে আব্দুস ছাত্তার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
সামান্য বিষয় নিয়ে বৃদ্ধ দম্পতি মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। অতিদ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Pingback: চারঘাটে চোলাই মদপানে ১ জনের মৃত্যু - দ্যা বাংলা ওয়াল