নওগাঁয় মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাতিজার হাতে চাচা খুন
নওগাঁয় মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাতিজার হাতে চাচা খুন।
নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদক সেবনে বাঁধা এবং সেই কথা বাবাকে বলে দেওয়ায় ভাতিজার হাঁসুয়ার আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ৯ এপ্রিল বিকেলে জয়পুরহাট সদর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি ওই উপজলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর গ্রামে ঘটে।
নিহত মোস্তফা রহমান (৩০) পূর্ব তাহেরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। মাদকাসক্ত ভাতিজা রাজু হোসেন (২০) একই গ্রামর এনামুল হকের ছেলে।
সিরাজগঞ্জের সদরে র্যাবের অভিযানে গাঁজা সহ গ্রেফতার
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজু মাদকাসক্ত এবং উশৃঙ্খল প্রকৃতির একজন ছেলে। আগে গোপনে মাদকসেবন করতো রাজু।
মাদক সেবনের বিষয়টি প্রতিবেশি চাচা মোস্তফা রাজুর বাবাকে জানিয়ে দেন। সেই সাথে মাদক নিতে নিষেধও করেন তিনি। এতে ক্ষিপ্ত হন রাজু।
শ্রীপুরে ডিস ব্যবসায়ীকে ভয়ভীতি ও হুমকি
শুক্রবার সকালে রামপুরা বাজার থেকে মোস্তফা বাড়ি ফেরার পথে একা পেয়ে রাজু ধারালে হাঁসুয়া দিয়ে মাথায় কোপ দেন।
পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে সেখানে মারা যান মোস্তাফা।
নওগাঁয় মাদক সেবনে বাঁধা ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, পুলিশ অভিযুক্ত রাজুকে আটক করেছে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

Pingback: আশ্রয়ন-২ পরিদর্শন করেন পীরগাছা চেয়ারম্যান নাছের - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইল টাকা আত্মসাতের তদন্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন - দ্যা বাংলা ওয়াল