কলারোয়ায় বলাৎকারের শিকার প্রাবাসীর শিশু সন্তান
কলারোয়ায় বলাৎকারের শিকার প্রাবাসীর শিশু সন্তান।
সাতক্ষীরার কলারোয়ায় দুবাই প্রাবাসীর ৫ বছরের এক শিশু সন্তান বলাৎকারের শিকার হয়েছে।
শুক্রবার (০৯ এপ্রিল) উপজেলার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে ঘটনাটি ঘটেছে।
ঘটনার দিনে বেলা ১২টার দিকে ওই শিশু একা খেলতে খেলতে স্কুলের মধ্যে চলে আসে।
কালিগঞ্জে ছাত্রলীগের কমিটিতে মাদকসেবীদের ছড়াছড়ি
এসময় কৌশলে হেলাতলা গ্রামের ও ১০ম শ্রেণীর লম্পট ছাত্র (১৬) তাকে ধরে নিয়ে যায়।
এরপর বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই শিশুকে হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে ফেলে জোরপূর্বক বলাৎকার করে।
এতে ওই শিশুর রক্তক্ষরণ হয়। পরে শিশুটির কান্না ও চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
শিশুর দাদা ইউসুফ সরদার জানান, তিনি এ ঘটনায় কলারোয়া থানায় একটি এজাহার দিয়েছেন। শিশুটির পিতা দুবাই প্রাবসী।
সাতক্ষীরায় দুই’শ টাকার জন্য বন্ধুকে হত্যা
কলারোয়ায় বলাৎকারের শিকার শিশুটির মা জানান, আমার ছেলের শারিরিক অবস্থা ভালো না। ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির জানান, বলাৎকারের বিষয়ে শিশুটির দাদা বাদী হয়ে কলারোয়া থানায়
একটি মামলা নং-২০(০৪)২১ দায়ের করেছে। আসামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Pingback: সলঙ্গায় র্যাবের অভিযানে ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেফতার - দ্যা বাংলা ওয়াল