বালিয়াকান্দিতে শিল্পীদের সম্মাননা জানালেন ইউএনও
বালিয়াকান্দিতে শিল্পীদের সম্মাননা জানালেন ইউএনও।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শিল্পী ও সাংবাকিদের সম্মাননা জানালেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
উপজেলার শিল্পীদের পাঁচটি সংগঠন ও উপজেলা প্রেসক্লাবসহ তিনটি প্রেসক্লাবকে সম্মাননা হিসাবে শুভেচ্ছা স্মারক প্রদান করেন তিনি।
কালিগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীর কান কর্তন
উপজেলা প্রশাসন আয়োজিত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে
গত ২৭-২৮ মার্চে অনুষ্ঠিত শিল্পীদের প্রাণবন্ত উপস্থাপনা এবং গুরুত্বের সাথে সংবাদ পরিবেশন করায় এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের নেতাদের মতবিনিময়
বালিয়াকান্দিতে শিল্পীদের সম্মাননা রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠী, নির্মল সাংস্কৃতিক একাডেমী,
রিশা শিল্পী গোষ্ঠী, উপজেলা আবৃত্তি পরিষদ, উপস্থাপক হিসেবে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল মিয়া ও
উপজেলা প্রেসক্লাব সহ সংগঠনের প্রধানদের হাতে স্মারক প্রদান করে।
