নড়াইলে উদ্বোধন হলো সংগঠন উজালা ফাউন্ডেশনের
নড়াইলে শুভ কাজের মধ্যদিয়ে শুভ উদ্বোধন হলো স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সেবামূলক সামাজিক সংগঠন “উজালা ফাউন্ডেশনের
করোনারভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে এবং জনসাধারণকে অধিক সচেতন করতে
নড়াইলে মাস্ক বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন উজালা ফাউন্ডেশন।
সোমবার (১২ এপ্রিল) সকালে ১০ টার দিকে নড়াইল বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন।
এদিন সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত নড়াইল সদর থানার সামনে , হাসপাতাল চত্বর, ও চৌরাস্তায় সচেতনতামূলক প্রচারাভিযান
চালিয়ে ব্যবসায়ী, ক্রেতা, ইজিবাইক ও ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এর আগে ১২ এপ্রিল ২০২১ সোমরার সকাল ১১টায় নড়াইল কালেক্টরেট স্কুলের হলরুমে
উদ্বোধন করা হয় “উজালা ফাউন্ডেশন, নড়াইল নামক এই সামাজিক সংগঠনটি।
ভিডিও দেখিয়ে নারীকে ধর্ষণ যুবক গ্রেফতার
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, লোহাগড়া তথা কাশিপুর ইউনিয়নের কৃতিসন্তান জনাব মো: উজির আলীর সভাপতিত্বে এবং
যুগ্ম-মহাসচিব জনাব ফিরোজ মিনার সঞ্চালনায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্যদিয়ে সংগঠনের উদ্বোধন কার্যক্রম শুরু হয়।
স্বাগতিক বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান জনাব উজির আলী বলেন, আমার মায়ের প্রতি অকৃতিম ভালোবাসা, শ্রদ্ধা এবং
অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে সাধ্যমত কাজ করার লক্ষ্যে “উজালা ফাউন্ডেশন, নড়াইল প্রতিষ্ঠা করা হয়েছে।
সমাজের বা দেশের যে কোনো দুঃসময়ে উজালা ফাউন্ডেশন, নড়াইল সকলের সাহযোগিতায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে।
এরপর তিনি নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং “উজলা ফাউন্ডেশন, নড়াইল এর আাগামী এক মাসের কর্মসূচি ঘোষনা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে
★নড়াইল – লোহাগড়ার বিভিন্ন জায়গায় জনসচেতনতায় মাস্ক মাস্ক বিতরণ
★ জনসচেতনতায় মাইকিং
★দারিদ্র্য জনগোষ্ঠীর মাঝে সাধ্যমত ইফতার সামগ্রী বিতরণ
★অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার শাড়ি/ লুঙ্গি বিতরণ ইত্যাদি।
ওসির ভয় দেখিয়ে শ্যামনগরে দখলে সরকারি রাস্তা
এসময় আরও উপস্থিত ছিলেন এবং অনুভূতি প্রকাশ করেন সম্মানিত উপদেষ্টা ও সহকারী শিক্ষক পিবিএম মাধ্যমিক বিদ্যালয় জনাব মোঃ মিজানুর রহমান,
সম্মানিত উপদেষ্টা ও পরিচালক মনিকা একাডেমি জনাব মোঃ সবুজ সুলতান, ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ মুস্তাফিজুর রহমান (মুস্তাক),
যুগ্ম-মহাসচিব ও সহকারী শিক্ষক বিয়াম ল্যাবরেটরি স্কুল, নড়াইল জনাব মো: ইউনুছ শেখ, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুর রহিম মোল্যা,
সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ তন্মন খান রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব শুভ সরকার,
মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শামীম শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মোঃ জাহিদুল ইসলাম।
সংগঠনটির উদ্বোধন শেষে কার্যনির্বাহী সকল সদস্য নড়াইল কালেক্টরেট স্কুল সংলগ্ন আলাদাতপুর, চরের ঘাট এলাকা,
সদর হাসপাতাল গেইটে, পুরাতন টার্মিনাল একলায় জনসচেতনতায় প্রায় পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করেন।

Pingback: আজ ১৩ই এপ্রিল চারঘাট গনহত্যার পটভুমি - দ্যা বাংলা ওয়াল
Pingback: কালিগঞ্জে খাল ভুমিদস্যুদের কবল থেকে উন্মুক্তের দাবীতে - দ্যা বাংলা ওয়াল