রংপুরে কঠোরভাবে পালিত হচ্ছে দ্বিতীয় দিনের লকডাউন
রংপুরে কঠোরভাবে পালিত হচ্ছে দ্বিতীয় দিনের লকডাউন।
করোনার দ্বিতীয় ঢেউ মোকবেলায় সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে আজ চলছে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের লকডাউন।
বৃহস্পতিবার ভোর থেকেই রংপুর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারী- বেসরকারীসহ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায়
প্রায় জন-মানব শুণ্য রয়েছে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো।
র্যাব -৪ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জনসাধারণের পাশাপাশি যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থেকে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
তবে জরুরী প্রয়োজনে মুভমেন্ট পাস নিয়ে চলাচল করছে অনেকে।
বাহিরে বের হওয়ার যৌক্তিক কারণ না দেখাতে পারলে তাদের ফেরত পাঠাচ্ছে পুলিশ।
কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
রংপুরে কঠোরভাবে পালিত হচ্ছে তবে বাজারগুলোতে লক্ষ্য করা গেছে মানুষের।
কাঁচাবাজার, মাছ বাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকানগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ভিড় করছে অধিকাংশ মানুষ।
এদিকে লকডাউন নিশ্চিত করতে মাঠে কাজ করছে রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সচেতনতার পাশাপাশি নির্দেশনা অমান্যকারীদের
বিরুদ্ধে করছেন জরিমানা আবার কোন কোন ক্ষেত্রে মামলা দিচ্ছেন তারা।

Pingback: গাজীপুরে জনপ্রিয় হচ্ছে স্ট্রবেরি চাষ - দ্যা বাংলা ওয়াল