লাল কৃষ্ণচূড়ায় প্রকৃতি সেজেছে অপরুপ সাজে
লাল কৃষ্ণচূড়ায় প্রকৃতি সেজেছে অপরুপ সাজে।
কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। এ গাছ চমৎকার পত্রপল্লব এবং আগুনলাল কৃষ্ণচূড়া ফুলের জন্য বিখ্যাত।
এটি ফ্যাবেসি পরিবারের অন্তর্গত একটি গাছ, যা ‘গুলমোহর’ নামেও পরিচিত।
বাংলাদেশের প্রকৃতিতে শিমুল মানেই বসন্ত। তেমনই গ্রীষ্মকালের বাহার কৃষ্ণচূড়া ফুল।
রাজশাহীর চারঘাটে সংক্রামন প্রতিরোধে তৎপর পুলিশ
রাস্তার মোড়ে মোড়ে কৃষ্ণচূড়ার মনকাড়া গাছ। সবুজ সবুজ চিকন পাতা। ফাঁকে ফাঁকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল।
দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। মন নেচে ওঠে আনন্দে।
লোহাগড়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন
কৃষ্ণচূড়ার ফাঁক গলিয়ে যদি ঘুঘু-শালিক ওড়াউড়ি করে! তাহলে কেমন হয়!
যদি বৈশাখের কৃষ্ণচূড়ার পাতা-ফুল, কালবৈশাখী মেঘ ও চঞ্চল ঘুঘু মিলেমিশে একাকার হয়ে যায়।
লাল কৃষ্ণচূড়ায় প্রকৃতি সেজেছে তাহলে দৃশ্যটিই মনে হবে স্বপ্নের মতো।
এমনকি কৃষ্ণচূড়ার লাল, কমলা, হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করে।
Pingback: পুলিশের ওপর হামলা : হেফাজতের ৩ নেতাকর্মী গ্রেপ্তার - দ্যা বাংলা ওয়াল
Pingback: কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ - দ্যা বাংলা ওয়াল