পোরশায় সাবমারসিবল পাম্প পরিদর্শন উপজেলা চেয়ারম্যান
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় জনস্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক স্থাপিত সাবমারসিবল পাম্প পরিদর্শন করেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরর্শেদ চৌধুরী।
তিনি রবিবার (১৯ এপ্রিল) দুপুরে গাংগুরিয়া গ্রামের ইসমাইল হোসেনের বাড়ির পাশে স্থাপন করা পাম্প পরিদর্শন করেন।
নওগাঁ জেলায় চলতি বোরো মওসুমের ধান কাটা শুরু : প্রত্যাশা
এ সময় গ্রামের জনসাধারণ সাথে কথা বলেন এবং তাদের পানির চাহিদা মেটানোর ব্যবস্থা করাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি’র জন্য দোয়া করেন।
লোহাগড়ায় চিকিৎসক ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে মামলা
সাবমারসিবল পাম্প স্থাপন কারণে গ্রামের পানির চাহিদা মিটিয়েছে সেজন্য জনগণ চেয়ারম্যান কে ধন্যবাদ দেন।
পাম্প টি স্থাপনের পর স্থানীয়ন লোকজন জানান আমাদের খুবই পানির কষ্ট হইতো আমরা কুয়া থেকে পানি ওঠাইতাম,
পোরশায় সাবমারসিবল পাম্প পরিদর্শন এখন আমাদের অনেক সুবিধা হলো, সব সময় আমাদের দোয়া চেয়ারম্যান মহোদয়ের জন্য থাকবে।


Pingback: সাভার ধর্ষণের শিকার নারী ব্যাংক টাউন থেকে আটক - দ্যা বাংলা ওয়াল