সাভারে রানাপ্লাজা ট্রজেডি নিহতদের স্বরণে গোলাপের শ্রদ্ধা
সাভারে রানাপ্লাজা ট্রজেডি নিহতদের সরণে ১ হাজার ১৩৮ গোলাপের শ্রদ্ধা।
সাভার উপজেলায় রানা প্লাজা ধসে পড়ার আট বছর পূর্তিতে শ্রদ্ধা নিবেদন করছেন নিহতের স্বজন, আহত শ্রমিকসহ অনেকেই।
কিন্তু এবার শ্রদ্ধা নিবেদনে একটু ভিন্নতা এনেছে একটি শ্রমিক সংগঠন।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ নামের একটি সংগঠনের নেতাদের উদ্যেগে রানা প্লাজায় ১ হাজার ১৩৮ জন শ্রমিক
নিহতের ঘটনায় ১ হাজার ১৩৮টি গোলাপ ফুল দিয়ে একটি পুষ্পাঞ্জলি তৈরি করে।
শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রানা প্লাজার নিহত শ্রমিকদের অস্থায়ী বেদিতে সেই পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
আবারো পোরশায় একজনের করোনা পজেটিভ
এরআগে সকাল থেকে রানা প্লাজার সামনে আসতে শুরু করে নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিকরা, শ্রমিক সংগঠনগুলো ও প্রশাসন।
হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে স্মরণ করে রানা প্লাজার সামনে কাঁদতে দেখা যায় অনেক স্বজনকে।
পাশাপাশি সহকর্মীদের শ্রদ্ধা জানাতে এসে অনেক আহত ও পঙ্গু শ্রমিকও কান্নায় ভেঙে পড়েন।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার-আশুলিয়া-ধামরাই এলাকার আহ্বায়ক রফিকুল ইসলাম সুজন বাংলানিউজকে বলেন,
রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ জন শ্রমিক নিহত হয়েছেন এবং ২ হাজার ৪৩৮ জন শ্রমিক আহত হয়েছেন।
পোরশায় পানির পাম্প রাতের মধ্যে চুরি
আমাদের সংগঠনের পক্ষ থেকে ১ হাজার ১৩৮টি গোলাপ ফুল দিয়ে একটি পুষ্পাঞ্জলি তৈরি করে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানানো হয়েছে।
এছাড়া তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়েছে। তিনি আরও বলেন, রানাসহ সব দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা,
আজকের এই দিনটি জাতীয় শোক দিবস ঘোষণা করা, রানা প্লাজার জায়গাটুকু ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পূনর্বাসনের ব্যবস্থা করা এবং
সাভারে রানাপ্লাজা ট্রজেডি শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা সবাই বলি যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
আসলে শ্রমিকদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। যা দেওয়া হয়েছে তা হচ্ছে অনুদান। তাই ক্ষতিপূরণ দিতে হবে।

