হবিগঞ্জে ধান কেটে দিলেন কৃষকলীগের কেন্দ্রীয় নেতারা
হবিগঞ্জে বানিয়াচং উপজেলায় এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালারডুবা হাওরে কৃষক আবিদ আলীর দেড় বিঘা জমির ধান কেটে দেন তারা।
কৃষক আবিদ আলী বলেন, কৃষক লীগের নেতারা আমার ধান বিনা খরচে কেটে দিয়েছেন।
এতে আমি ভীষণ খুশি হয়েছি। এ জন্য মানানীয় প্রধানমন্ত্রী ও কৃষক লীগকে অশেষ ধন্যবাদ জানাই।
শাহজাদপুরে জামায়াত ও হেফাজতের দুই নেতা গ্রেফতার
কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীরন চন্দ্র চন্দ বলেন, শ্রমিক-সংকটের আশঙ্কা থেকেই বাংলাদেশ কৃষক লীগ
ফসলের মাঠে কৃষকের অবশিষ্ট ধান থাকা পর্যন্ত তা কেটে মাড়াই করে গোলায় ভরে দেবে।
এ ছাড়া কৃষি-সংক্রান্ত যেকোনো বিষয়ে কৃষক লীগের সঙ্গে যোগাযোগ করা হলে কৃষকদের সহযোগিতা করবেন নেতাকর্মীরা।
বসুরহাটে সেতু মন্ত্রীর বোনের বাড়িতে ককটেল হামলা
হবিগঞ্জে ধান কেটে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এমপি উম্মে কুলসুম স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক এমপি শামীমা শাহারিয়ার,
কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড,মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা,
দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা ও আইন বিষয়ক সম্পাদক জহির উদ্দিন লিমন,
জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজাসহ স্থানীয় নেতারা।


Pingback: বাহুবলে গাঁজা সেবনের অপরাধে বৃদ্ধের জেল - দ্যা বাংলা ওয়াল