হিলিতে গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি : হিলিতে মসজিদের ক্যাশিয়ারের উপর এ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার রাওতাড়া গ্রামের হাজী জামে মসজিদের ক্যাশিয়ার ইলিয়াস মন্ডলের উপর এ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও
দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।
গাজীপুরে কর্মহীন ও অসহায় ব্যক্তিদের মাঝে ত্রাণ সহায়তা
গ্রামবাসীর আয়োজনে আজ বেলা ১২টার দিকে হিলি-ঘোড়াঘাট সড়কের রাওতাড়া নামক স্থানে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহন করেন।
এর আগে গ্রামবাসির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
রংপুরে সেনাবাহিনীর ত্রাণ সহায়তা বিতরণ
গ্রামবাসি অভিযোগ করেন, মসজিদের কমিটিকে কেন্দ্র করে ছোট্ট একটি ঘটনায় মসজিদের ক্যাশিয়ার ইলিয়াস মন্ডলের উপর
এ্যাসিড নিক্ষেপের মতো জঘন্যতম ঘটনা ঘটানো হয়েছে।
আমরা গ্রামবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
সেই সাথে হিলিতে তার উপর এ্যাসিড নিক্ষেপকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।


Pingback: নওগাঁর বদলগাছীতে ১ কিলোমিটারে ৮ টি অবৈধ ইটভাটা! - দ্যা বাংলা ওয়াল