নড়াইলে কর্মহীন পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ
নড়াইলে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলায় কর্মহীন হয়ে পড়া ১০০ জন
বাস, ট্রাক, মাইক্রোবাস শ্রমিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিশেষ উপহার খাদ্য সামগ্রী দেয়া হয়।
মোরেলগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেখার নামাজ আদায়
প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি করে ডাল দেয়া হয়।
প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম,
নড়াইল জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক আহম্মেদ খান।
মে দিবসে বাগেরহাটে শ্রমিকদের প্রশাসনের খাদ্য সহায়তা
নড়াইলে কর্মহীন পরিবহন শ্রমিকদের এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগন, নড়াইল জেলা বাস, মিনিবাস,
মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাগন, সাংবাদিকসহ খাদ্য সামগ্রী প্রাপ্ত শ্রমিকরা এ সময় উপস্থিত ছিলেন।
Pingback: মে দিবসে বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইলে ভারত থেকে আগত ১০০ বাংলাদেশি কোয়ারেন্টাইনে - দ্যা বাংলা ওয়াল