দেশব্যাপীআইন- আদালতজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

ওরা ট্রেনের ওয়াগান থেকে চাল চুরি করে

ওরা ট্রেনের ওয়াগান থেকে চাল চুরি করে : বেনাপোল কাস্টমসে তিন সন্দেহভাজন চোর আটক।

বেনাপোল কাস্টমস হাউজ থেকে তিন সন্দেহভাজন চোরকে আটক করা হয়েছে।

সোমবার (০৩ মে) গভীর রাতে তাদের আটক করে বেনাপোল কাস্টমস হাউজে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা আনসার সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে একটি নাট বল্টু খোলা রেঞ্জ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইমারুল হকের ছেলে নয়ন হোসেন (২৬),

একই গ্রামের আমিনুর রহমানের ছেলে ইয়ামিন (২৩) ও আব্দুর রশিদের ছেলে সিহাব হোসেন (২৪)।

টঙ্গী প্রেসক্লাবে অগ্নিকান্ড আসবাব ও সরঞ্জাম পুড়ে গেছে

আটক সিহাব হোসেন বলেন, আমরা ভারত থেকে চাল নিয়ে আসা ওয়াগন থেকে চাল চুরি করি। কাস্টমসে চুরি করতে আসিনি।

রেলের জিআরপি পুলিশ ধাওয়া করলে আমরা পালাতে বেনাপোল কাস্টমস হাউজের দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করি।

ওরা ট্রেনের ওয়াগান থেকে এরপর সেখান থেকে আনসার সদস্যরা আমাদের আটক করে।

বেনাপোল কাস্টমস হাউজে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার এর প্লাটুন কমান্ডার আবুল কালাম আজাদ বলেন,

আমাদের আনসার সদস্যরা রাতে কর্তব্য পালন কালে দেখে কাস্টমস হাউজের ভিতর তিন জন অপরিচিত লোক।

বেনাপোলে রেখা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

তখন আরিফুল ইসলাম নামে এক আনসার সদস্য তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ওয়াগন থেকে চাউল চুরির কথা স্বীকার করে।

রেলওয়ে পুলিশের ভয়ে পালাতে তারা কাস্টমসের প্রাচীরের মধ্যে প্রবেশ করে।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম বলেন, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে বেনাপোল কাস্টমস হাউজের ভোল্ট থেকে ১৯ কেজি স্বর্ণ চুরি হয়েছিল।

এখনো সেই স্বর্ণ চুরির রহস্য উদঘাটন হয়নি।

/ মোঃ জামাল হোসেন

https://shopnotelevision.wixsite.com/reporters
http://shopno-tv.com/
The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
http://shopno-tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *