স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে পাবনায় বিক্ষোভ
স্বাস্থ্যবিধি মেনে পূর্বের মতো সারাদেশে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পাবনা জেলার মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।
রোববার (২ মে) দুপুরের দিকে জেলা শহরের আব্দুল হামিদ সড়কের পুরাতন বাস টার্মিনাল (ঢাকা কোচ কাউন্টার) এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা
বক্তব্য রাখেন- পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন,
মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,
ট্রাকচালক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক,
মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি জীবন কুমার সরকার, সাবেক লাইন সম্পাদক আলাল হোসেন,
সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রনি, সাবেক অর্থ সম্পাদক ফরিদ শেখ প্রমুখ।
আসছে বর্ষায় ভাঙন আতংকে গোটা মতলব উত্তর উপজেলা
এ সময় বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সরকার ঘোষিত চলমান ‘লকডাউন’ শিথীল করে ঈদের আগেই স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে গণপরিবহনকে লকডাউন আওতামুক্তকরে চলাচলের অনুমতি দিতে হবে।
কালিগঞ্জে স্ত্রীকে ধর্ষনের পাল্টাপাল্টি অভিযোগ
চলমান লকডাউনে শপিংমল, মার্কেট, বাজার সবকিছু খুলে দেওয়া হয়েছে। শুধু গণপরিবহন বন্ধ রেখেছে সরকার।
এই দীর্ঘ সময় পরিবহন বন্ধ থাকায় এই কাজের সঙ্গে সংশ্লিষ্ঠ শ্রমকি-কর্মচারীরা নিদারুণ কষ্টের মধ্যে দিনযাপণ করছেন।
অনেকেই অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। পরিবার-পরিজনসহ এই পরিবহন শ্রমিকরা আজ রাস্তায় বসার উপক্রম হয়েছে।
উপার্জনের পথ বন্ধ রেখেছে সরকার কিন্তু জীবন ও জীবিকার কোনো সঠিক ব্যবস্থা নেয়নি।
তাই নেতৃবৃন্দ অবিলম্বে স্বাস্থবিধি মেনে গণ পরিবহন খুলে দেবার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

