হবিগঞ্জে ইয়াবা পাচারের সময় হাতেনাতে আটক ২
হবিগঞ্জে ৯৩০ পিস ইয়াবা মোটরসাইকেলে করে পাচারের সময় হাতেনাতে আটক ২।
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় মোটর সাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৯৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ খালেদুল করিম ও
পরিদর্শক মোঃ নজীব আলীর নেতৃত্বে মনতলা শেওলাব্রীজ এলাকায় একদল সিপাহী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল, কামাল আহমেদ (২৭) ও রুস্তম আলী (৩৩)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ নজীব আলী জানান, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারী।
তারা সীমান্ত এলাকা থেকে মাদক এনে জেলার বিবিন্ন স্থানে সরবরাহ করতো।
হবিগঞ্জে ইয়াবা পাচারের সময় তাদের কাছ থেকে ৯৩০ পিস ইয়াবা উদ্ধার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

