জামালগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাই ভাবী খুন
সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাই ভাবী খুন।
সুনামগঞ্জের জামালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও ভাবী খুনের ঘটনা ঘটেছে।
আজ রবিবার রাত ১০ টায় উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে এঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছোট ভাই রাসেলের সংগে বিভিন্ন বিষয় নিয়ে বড়ভাই আলমগীর ও ভাবী মুর্শেদা বেগমের বিরোধ চলে আসছিল।
কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী পরিষদ বিলুপ্ত, আহবায়ক কমিটি
রবিবার রাত ১০টায় এনিয়ে রাসেলের সাথে বড়ভাই আলমগীর ও ভাবী মুর্শেদা বেগমের ঝগড়া বিবাদ হয়।
জামালগঞ্জে পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে ছোট ভাই রাসেল ধারালো ছুরি দিয়ে ভাই ও ভাবীকে আঘাত করে পালিয়ে যায়।
বেগম জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা নিন : মেহেদী রুমী
ছুরিকাঘাতে তারা ঘটনা স্থলেই মারা যান।
পরে তাদেরকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আসামি গ্রেফতারে তৎপরতা চলছে।
পুলিশ সুপার মো : মিজানুর রহমান, বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক কলহের কারনে এরকম ঘটনা ঘটতে পারে।


Pingback: নড়াইলে ঈদ উপলক্ষে প্রশাসনের নিকট খাদ্য সামগ্রী হস্থান্তর - দ্যা বাংলা ওয়াল