নওগাঁর আত্রাইয়ে দিন-দুপুরে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নওগাঁর আত্রাইয়ে দিন-দুপুরে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে হত্যা।
আত্রাইয়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েব খুন হয়েছেন।
ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত সোয়েব উপজেলার পাথাইঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খাজা রাফিউদ্দিন সরদারের ছেলে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার সোনালী ব্যাংক এর পাশে নিজস্ব ঠিকাদারী অফিসে বসে ছিলেন সোয়েব।
এসময় সাত/আট জন দুর্বৃত্ত অফিসের ভেতরে প্রবেশ করে। কোন কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে তাঁকে।
ওপারে লকডাউন বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল কম
নওগাঁর আত্রাইয়ে দিন-দুপুরে তাঁর দুই হাত এবং দুই পায়ের রগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রোগীর শারিরীক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে রেফার্ড করা হয়।
সাতক্ষীরার কালিগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত
এবিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকারিয়া হোসেন জানান, সোয়েবের দুই হাত ও বাম পায়ের অবস্থা খুবই খারাপ।
প্রচুর রক্তপাত হয়েছে। এজন্য আমরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তির পরামর্শ দিই।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঠিকাদারী লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: এফবিসিসিআই’র সভাপতি ও পরিচালককে সংবর্ধনা - দ্যা বাংলা ওয়াল