অবৈধ পথে আসা ভারতীয় নাগরিক বেনাপোলে কোয়ারেন্টাইনে
অবৈধ পথে আসা ভারতীয় নাগরিক বেনাপোলে কোয়ারেন্টাইনে নেওয়া হলো।
যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ী নারায়নপুর গ্রামে ভারতীয় এক নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে
স্ত্রী হাসিনা বেগমের বসতবাড়িতে অবস্থান করছেন এমন খবরে এলাকায় তোলপাড় হয় আশেপাশের লোকজনের মধ্যে।
পরে পুলিশ এসে ওই লোককে কোয়ারেন্টাইনে পাঠায় ও সে যে বাড়িতে অবস্থান নিয়েছিল সে বাড়ি লকডাউন করে দেয়।
জানা যায়, পোড়াবাড়ী নারায়নপুর গ্রামে ভারত থেকে এসে একজন লোক চায়ের দোকানী হাসিনার বাড়িতে উঠেছেন।
করোনা আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
বুধবার বিকেলে ওই গ্রামে হাসিনা বেগমের বাড়িতে গিয়ে জানা যায়, তার স্বামী বাদশা ভাস্কর একজন ভারতীয় নাগরিক।
তার পিতার নাম মৃত নান্দু ভাস্কর। তিনি কর্ণটকের বাসিন্দা এবং হোটেলের বাবুর্চি।
পোরশায় ভুটভুটি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত
হাসিনা বেগম জানান, আজ সকাল সাড়ে এগারোটার দিকে তার স্বামী সীমান্ত পার হয়ে তার বাড়িতে এসেছেন।
পাসপোর্ট আছে কি জানতে চাইলে হাসিনা বেগম জানান, তিনি বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে পার হয়েছেন।
এ সময় তার স্বামীর নিকটে টাকা পয়সা যা ছিলো তারা নিয়ে নিয়েছেন। তার শরীরে কাঁটা তারের ক্ষত চিহ্ন রয়েছে।
তিনি তাকে বাড়িতে প্রবেশ করতে দিতে না চাইলে তার স্বামী বাদশা লস্কর আত্মহত্যা করবে বলে জানালে তাকে একটি রুমে রাখা হয়েছে।
এদিকে পোড়াবাড়ী নারায়নপুর এলাকায় ভারতীয় নাগরিকের আগমনের খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
চায়ের দোকানীর প্রতিবেশি মিনারুল ইসলাম মিন্নু জানান, ভারতে করোনাভাইরাসের প্রকোপে হয়তো তিনি সেখান থেকে ভয়ে বাংলাদেশে চলে এসেছেন।
তাছাড়া কোন প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাকে গ্রামে রাখা সম্ভব না। এছাড়া তিনি অসুস্থ বলে মনে হচ্ছে।
শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় যুবকের মৃত্যু!
এ ব্যাপারে বেনাপোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মেয়াদ আলীর জানান,
ভারত থেকে আগত একজন ভারতীয় নাগরিকের বিষয়টি আমি লোকমুখে শুনেছি।
অবৈধ পথে আসা ভারতীয় নাগরিক নাকি ভারতের মহারাষ্ট থেকে বাংলাদেশে অবৈধভাবে আমার গ্রামে এসেছে।
আমি বিষয়টি বেনাপোল পোর্ট থানায় অবহিত করেছি।
বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন,
এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তি বিশেষ ব্যবস্থায় নিয়ে এসে চেকপোস্টের জুয়েল হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সেই সাথে হাসিনা বেগমের বাড়িটি লকডাউন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



