সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় তালা থানায় রুপালী বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মে) সকালে তালা উপজেলার জেঠুয়া গ্রামের বাড়ির পাশে একটি আম গাছ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।
সে জেঠুয়া গ্রামের মনিরুজ্জান সরদারের স্ত্রী।
গৃহবধু রুপালী বেগমকে দূর্বত্তরা হত্যা করে আম গাছে গলায় শাড়ি পেচিয়ে ঝুলিয়ে রাখতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
গাজীপুরের শ্রীপুরে বিশ্ব মেডিটেশন (ধ্যান) দিবস পালিত হয়েছে
পুলিশ ও নিহত গৃহবধূর পরিবারের সদস্যদের মাধ্যমে জানাযায়, শুক্রবার রাত তিন টায় ওই গৃহবধুর দেবর পিলাত সরদার আম কুড়াতে যায়।
এসময় আম গাছের সাথে তার ভাবীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
পরবর্তীতে স্থানীয়রা থানায় খবর দেয়। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে রুপালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
শ্রীপুরে লিচুর গাড়ী আটকিয়ে ও বাগান থেকে খাজনা আদাই
সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন,
ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গৃহবধূর মৃত্যু রহস্য উন্মোচনের জন্য পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



