জীবনশৈলীদেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসব খবরসর্বশেষ

বেনাপোল-বাগআঁচড়া ডাবল লেনের কাজ এগিয়ে চলছে

বেনাপোল-বাগআঁচড়া জিসি গোগা বাজার সড়কের ডাবল লেনের কাজ দ্রæত এগিয়ে চলছে।

এলজিইডি শার্শার তত্ত¡াবধানে এগিয়ে চলেছে বেনাপোল হতে বাগআঁচড়া জিসি ভায়া গোগা বাজার সড়কের ডাবল লেনের উন্নয়ন কাজ।

বর্তমানে বেনাপোল থেকে গোগা বাজারের ১০ কিলোমিটার সড়কের কাজ চলছে।

এই প্রকল্প সম্পন্ন হওয়ার পর গোগা বাজার থেকে বাগআঁচড়া বাজার পর্যন্ত আরো ১০ কিলোমিটার সড়কের কাজ নতুন প্রকল্প নিয়ে সম্পন্ন করা হবে।

স্থানীয় প্রকৌশল দপ্তরের সার্বিক তত্ত¡াবধনে নির্মিত হচ্ছে বেনাপোল-বাগআঁচড়া জিসি গোগা সড়ক।

ডাবল লেনের সড়কটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৫ কোটি টাকা। ২০২০ সালের ৩০ আগস্ট থেকে এ সড়ক নির্মাণের কাজ দ্রæত এগিয়ে চলেছে।

আগামী ২০২২ সালের ২৫ ফেব্রæয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রæপ ভিত্তিক কাজ করছেন।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর, বারোপোতা বাজার, পুটখালী বাজার, গোগা বাজার, খলসি বাজার, আমলাই বাজার, বসতপুর বাজার ও

বৃহত্তর সাতমাইল পশুহাট, বাগআঁচড়া বাজারের সাথে স্থায়ী যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে।

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

একই সাথে ৩৬টি স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠান ৭টি মসজিদ, ১৬টি করাত কল, বিভিন্ন ব্যাংকের ২০টি শাখাসহ এজেন্ট ব্যাংক এর সুফলভোগী হবে।

সাধারণ মানুষের দোরগোড়ায় যাতে সরকারি সেবা বাধাহীনভাবে পৌঁছাতে পারে তার জন্যই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এলাকার মানুষের জীবন মান উন্নয়ন ঘটাতে হলে গ্রামীণ জনপদকে ঢেলে সাজাতে হবে এবং প্রতিটি গ্রামীণ সড়ক উপজেলা ও

জাতীয় সড়কের সাথে সংযোগ স্থাপন করতে হবে, তবেই সাধারণ মানুষের সার্বিকভাবে মান উন্নয়ন হবে।

সড়কটি নির্মাণের ফলে মানুষের প্রত্যাশিত আশা পূরণের কথা জানালেন বেনাপোলের পুটখালি ইউপি চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান।

নবীগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে ৩ জনের আত্মহত্যা

তিনি বলেন, বর্তমান সরকারের গ্রামকে শহরে পরিণত করার যে অঙ্গীকার তারই অংশ এটা।

এ সড়ক নির্মাণ হলে বেনাপোল পৌরসভা, বেনাপোল ইউনিয়ন, বাগআঁচড়া ইউনিয়ন, গোগা ইউনিয়ন, পুটখালি ইউনিয়ন পরিষদের

৩ লক্ষাধিক মানুষ এর সুফল পাবেন এবং সাধারণ মানুষের উৎপাদিত পণ্যসামগ্রী ন্যায্য মূল্যে বাজারজাত করে ব্যাপক লাভবান হবেন।

উপজেলা প্রকৌশলী এমএম মামুন হাসান জানান, মান সম্পন্ন এবং টেকসই উন্নয়নের লক্ষে এলজিইডির কর্মকর্তাগণ

সার্বক্ষনিক সড়ক নির্মাণের কাজ মনিটরিং করছেন।

শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু জানান,

প্রায় ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শেষে সুফল পাবেন এলাকার ৩ লক্ষাধিক মানুষ।

বর্তমান সরকারের যে রুপকল্প গ্রামকে শহরে পরিণত করতে হবে তারই বাস্তবায়ন হচ্ছে।

আর স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের প্রচেষ্টায় সড়কটি নির্মাণ হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান,

বেনাপোল-বাগআঁচড়া ডাবল লেনের সড়কটি নির্মাণ সম্পন্ন হলে সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন এবং প্রত্যাশা পূরণ হবে।

/ মোঃ জামাল হোসেন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “বেনাপোল-বাগআঁচড়া ডাবল লেনের কাজ এগিয়ে চলছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *