দেশব্যাপীআইন- আদালতজীবনশৈলীস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসর্বশেষসব খবর

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়লো আট দিন

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়লো আট দিন।

ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়ানো হয়েছে।

আগামী ৩১ মে পর্যন্ত এটি কার্যকর থাকবে।

ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশিরা ভারতীয় হাইকমিশন থেকে দেশে ফেরার অনুমতি পাবেন তাদের কিউআর কোডসহ

করোনার নেগেটিভ সনদ দেখিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সেক্ষেত্রে নিজেদের খরচে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে প্রথম ধাপে গত ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ১৪ দিনের নিষেধাজ্ঞা ছিল।

পরবর্তীতে দ্বিতীয় ধাপে ৯ থেকে ২৩ মে এবং তৃতীয় ধাপে ২৩ থেকে ৩১ মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।

চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও

বিশেষ ছাড়পত্র নিয়ে প্রতিদিন দেশে ফিরছেন অসংখ্য বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা।

নবীগঞ্জে রোজিনা হেনস্তার প্রতিবাদ ও মানববন্ধন

গত ২৬ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত ভারত থেকে ফিরেছেন ৩ হাজার ৩১৪ বাংলাদেশি।

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ এর মধ্যে ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন ১৭ জন।

ফেরত আসা যাত্রীদের বেনাপোল, ঝিকরগাছা, যশোরসহ পাশ^বর্তী বিভিন্ন জেলার হোটেল ও সরকারি নির্ধারিত জায়গায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আর যারা করোনা আক্রান্ত হয়ে ফিরছেন বা দেশে ফিরে আক্রান্ত হচ্ছেন তাদের রাখা হচ্ছে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে।

রোজিনার গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ কুষ্টিয়া বিএনপির

এদিকে ভারতফেরত কয়েকজন যাত্রী বলছেন, দেশে স্বাস্থ্যসেবা উন্নত হলে এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করানো দরকার হতো না।

দেশের টাকা দেশেই থাকতো, মানুষের দুর্ভোগও কম হতো। করোনা থেকে শিক্ষা নিয়ে বিপদের সময় অতি জরুরি চিকিৎসা ব্যবস্থা আধুনিক করতে হবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান,

নতুন করে ৩১ মে পর্যন্ত ৮ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে যাদের দূতাবাসের ছাড়পত্র থাকবে তাদের যাতায়াতে বাধা নেই।

ফেরত আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

/ মোঃ জামাল হোসেন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

2 thoughts on “ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়লো আট দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *