নওগাঁয় ৫ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব
নওগাঁয় ৫ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব।
নওগাঁর ধামইরহাট উপজেলায় র্যাবের অভিযানে সপ্তম শতাব্দীর ১০৩ কেজি ওজনের একটি গৌরী পত্ত শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।
এর আনুমাণিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
বুধবার ২৬ মে দুপুরে ওই উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামে ধন মোহাম্মদ নামের এক ব্যক্তির বাড়ির ভিত খননের সময়
প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাওয়া যায়। পরে ওই শিবলিঙ্গটি জেলার পাহাড়পুর প্রন্ততাত্ত্বিক যাদুঘরে হস্তান্তর করা হয়।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পনী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান,
সকালে নিজ বাড়ির ভিত খননের কাজ করছিলেন কাশিপুর গ্রামের মৃত তুরা মোহাম্মদের ছেলে ধন মোহাম্মদ।
নৃত্যশিল্পী সংস্থা নওগাঁ জেলা আয়োজনে আলোচনা সভা
এসময় মাটি খননকালে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বেরিয়ে আসে। পরে স্থানীয়রা বিষয়টি র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পকে জানান।
খবর পেয়ে র্যাব সদস্যরা গিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া শিবলিঙ্গটির ওজন ১০৩ কেজি, দৈর্ঘ্য ৭৮ ইঞ্চি এবং ব্যাস ২৪ ইঞ্চি। যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
নওগাঁয় ৫ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গটি উদ্ধার করে বুধবার বিকেলে নওগাঁর পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক যাদুঘরে হস্তান্তর করা হয়।
এব্যাপারে পাহাড়পুর যাদুঘরের সহকারি পরিচালক মো. ফজলুর করিম আরজু বলেন,
৭ম শতাব্দীর অমূল্য সম্পদ গৌরী পত্ত শিবলিঙ্গ উদ্ধার করে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে যাদুঘরে সংরক্ষণের জন্য হস্তান্তর করেছে র্যাবের টিম।
এটি সপ্তম শতাব্দীর পাল আমলের বৌদ্ধ সভ্যতার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাস্তবায়নে মতবিনিময় সভা - দ্যা বাংলা ওয়াল
Pingback: জগন্নাথপুরে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক - দ্যা বাংলা ওয়াল