নোয়াগাঁও গ্রামে লুটপাটের মামলায় মুকুল গ্রেফতার
নবীগঞ্জের নোয়াগাঁও গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বরখাস্তকৃত চেয়ারম্যান মুকুল গ্রেফতার।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও
লুটপাটের মামলার গজনাইপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের
অব্যাহতি প্রাপ্ত সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
(০২ জুন) বুধবার বিকেলে হবিগঞ্জ- বাহুবল সড়কের মশাজান ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমদাদুর রহমান মুকুল (৫০) উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত সৈয়দুর রহমানের ছেলে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় জড়িতদের গ্রেফতারে বেশ কয়েকদিন ধরে
সাড়াঁশি অভিযান পরিচালনা করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঈশ্বরদীতে বিনা উদ্ভাবিত আউশ ধানের প্রশিক্ষণ কর্মশালা
নোয়াগাঁও গ্রামে লুটপাটের মামলায় বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদের নেতৃত্বে
এস.আই সমীরণ চন্দ্র দাশ সহকারে একদল পুলিশ হবিগঞ্জ-বাহুবল সড়কের মশাজান ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত (২৬ মে) রাতে নোয়াগাঁও গ্রামের রোক্কা বিলে অবস্থিত উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের
মুক্তিযোদ্ধা নুর উদ্দিনের ফিশারির পাহাড়াদার আবুল মিয়া ও তার স্ত্রী জারু বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নোয়াগাঁও গ্রামের ৭ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় নুর উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
রূপপুর পারমাণবিক প্রকল্পে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চালু
এ ঘটনার জের ধরে উত্তেজনা বিরাজ করছিল।
গত রবিবার (৩০ মে) সকালে প্রশাসনের সাথে সাতাইহালের নেতৃস্থানীয়দের বৈঠক চলাকালিন সময় সাতাইহাল গ্রামের
কয়েক হাজার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা করে লুটপাট, বাড়ি-ঘরে অগ্নি সংযোগ, ভাংচুর করে।
এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
এঘটনায় গত মঙ্গলবার (১ জুন) নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে জামাল হোসাইন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে আরও ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: বেনাপোল কাস্টম ১১ মাসে ৩৭৫৬ কোটি টাকা রাজস্ব আদায় - দ্যা বাংলা ওয়াল
Pingback: কালিগঞ্জে মদের কারখানা থেকে ৫০ লিটার মদসহ আটক ১ - দ্যা বাংলা ওয়াল
Pingback: ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা - দ্যা বাংলা ওয়াল