দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

শাহজাদপুরে স্ত্রীর শরীরের কেরোসিন ঢেলে পুড়িয়েছে স্বামী

শাহজাদপুরে স্ত্রীর শরীরের অর্ধেকাংশ কেরোসিন ঢেলে পুড়িয়ে দিয়েছে পাষন্ড স্বামী।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে স্ত্রী আঁখি খাতুন (২৫) এর শরীরের

অর্ধেকাংশে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পাষন্ড স্বামী ভোলা।

জানা যায়, প্রায় ৯ বছর আগে একই উপজেলার রুপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রামের দিনমজুর বরকত আলীর মেয়ে আঁখি খাতুনকে

আলোকদিয়ার গ্রামের তয়জাল নেতার পুত্র সিরাজুল ইসলাম ওরফে আনোয়ার হোসেন ভোলার সাথে বিয়ে দেয়।

বিয়ের কয়েক বছরে কোন সন্তানের মা না হওয়ায় স্ত্রী আঁখি খাতুনের উপরে চলতে থাকে অমানবিক নির্যাতন।

এর জের ধরে সম্প্রতি দুপুর বেলা ভাত খেতে গিয়ে তরকারি স্বাদ না হওয়ায় তরকারি ঢেলে ফেলে দিয়ে।

নড়াইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন : কর্মশালা

স্ত্রী আখিঁ খাতুনের নাভী থেকে দুপায়ের গোড়ালি পর্যন্ত কেরোসিন ঢেলে আগুণ ধরিয়ে দেয়।

শাহজাদপুরে স্ত্রীর শরীরের এসময় আখিঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে গোপনে বাড়ীতে চিকিৎসা দেয়।

পরে আখির বাবার বাড়ীর লোকেরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেড়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে আখিঁ হাসপাতালে মৃতুর সাথে পাঞ্জা লড়ছে। আখিঁর মা সাংবাদিকদের জানান,

ইতিপূর্বে অনেকবার তার মেয়েকে স্বামী ভোলা নির্যাতন করে হত্যার চেষ্টা করেছিল।

বাজেট ঘোষনা : বেনাপোল কাস্টমসে সতর্কতামূলক ব্যবস্থা

এবারও কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে বাড়িতে রেখে গোপনে চিকিৎসা করার চেস্টা করছিল।

খবর পেয়ে আমরা আমাদের মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

আমরা দরিদ্র, মামলা করমু বাজান, টাহা পয়সা নাই। আমার মেয়ের শরীর পোড়ানোর সাথে জড়িত স্বামী ভোলার দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

এ ব্যাপারে চিকিৎসাধীন আঁখি জানান, তার স্বামী নেশা করে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

তাই তাকে হত্যা করতে চেয়েছিল। স্বামী ভোলার কঠিন শাস্তি দাবী করেন।

/ এম, এ, জাফর লিটন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

সিরাজগঞ্জ ডিষ্ট্রিক্ট করেসপনডেন্ট

# 46 সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা এম, এ, জাফর লিটন নাম: মোঃ আবু জাফর (লিটন) মোবাইল নং ০১৭১২৩৩৮৭২৮ ইমেইল : zafarliton@gmail.com পিতা: মোঃ মফিজ উদ্দিন খাঁন গ্রাম ও ডাকঃ ইসলামপুর (ডায়া) উপজেলা: শাহজাদপুর, জেলা: সিরাজগঞ্জ। শিক্ষাগত যোগ্যতা: এমএ (সমমান) পেশাগত যোগ্যতা: সাবেক উপজেলা প্রতিনিধি : মাইটিভি, সংবাদদাতা : দৈনিক যায়যায়দিন, সম্পাদক ও প্রকাশক : সাপ্তাহিক উত্তর দিগন্ত সহ-সভাপতি : শাহজাদপুর প্রেসক্লাব, সিরাজগঞ্জ। জাতীয় পরিচয়পত্র নং ৮৮১৬৭৮৭৪৩১৩৮২ বিকল্প নং: ০১৭১০৫৩৮৮৬৬ রক্তরে গ্রুপ: এ+

One thought on “শাহজাদপুরে স্ত্রীর শরীরের কেরোসিন ঢেলে পুড়িয়েছে স্বামী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *