বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের মাস্ক, স্যানিটাইজার বিতরণ
বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ।
ভারতীয় করোনা ভেরিয়েন্ট প্রতিরোধে ভারত ফেরত যাত্রীদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য
যাত্রীদের সচেতন করছেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।
ভারতীয় ট্রাক চালকরা যাতে বন্দরের বাইরে আসতে না পারে সেজন্য পুলিশ তাদের ওপর নজরদারি বাড়িয়েছে।
জেলা প্রশাসন থেকে জানা গেছে, ২৬ এপ্রিল থেকে শনিবার সকাল পর্যন্ত ভারত থেকে এসেছেন ৫ হাজার ৭৩ জন।
যশোরে কোয়ারেন্টিনে আছেন ৮৪৯ জন। খুলনা বিভাগের বিভিন্ন জেলার কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১ হাজার ৭৬৭ জন।
এদের মধ্যে শনাক্তকৃত কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৪৪ জন। কোভিড পজিটিভ সনদ নিয়ে ভারত থেকে এসেছেন ১৩ জন।
যশোরের বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টার হতে শনাক্তকৃত কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৪৪ জন।
কোয়ারেন্টিনে অবস্থানকালীন অন্যান্য দুরারোগ্য রোগে মারা গেছে ৪ জন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সদস্যের পিতৃ বিয়োগ, শোক
বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ফেরত যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ,
হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কর্মসূচির উদ্বোধন করেন নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি মোঃ জুয়েল ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলিফ রেজা,
সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি ও পোর্ট থানার ওসি মামুন খান।
করোনাকালীন সময়ে মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে
বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের এর আগেও পোর্ট থানা পুলিশ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
সীমান্তে মাদক ব্যবসায় ঝুঁকছে জনপ্রতিনিধি ও তাদের সন্তানেরা
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রীদের সচেতন করা হচ্ছে।
পাশাপাশি যাত্রীদের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখার বিষয়টি নিশ্চিত করছে পুলিশ।
তিনি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহŸান জানান।
পোর্ট থানা পুলিশের পক্ষ থেকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
সেই সাথে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের মাঝে মাস্ক বিতারণ ও হ্যান্ড স্যানেটাইজার স্প্রে দীর্ঘ মেয়াদী চালু থাকবে।
Pingback: শ্রীপুরে ওয়ালটনের গেমিং স্মার্টফোন প্রি-বুকের উদ্বোধন - দ্যা বাংলা ওয়াল