সাতক্ষীরায় র্যাবের অভিযানে তিন মাদক কারবারি আটক
সাতক্ষীরায় র্যাবের অভিযানে তিন মাদক কারবারি আটক।
সাতক্ষীরায় পৃথক তিনটি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ কারবারিকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন-র্যাব।
রবিবার (১৩ জুন) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর ও সরকারি কলেজমোড় এবং
কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের সাবানার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
সোমবার (১৪ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের আটকের বিষয়টি জানিয়েছে র্যাব-৬ সাতক্ষীরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৬ এর স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন এর নেতৃত্বে সাতক্ষীরা শহরে দুটি এবং
কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে একটিসহ পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।
ফুলবাড়ীতে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত
প্রথম অভিযানে রবিবার বেলা ১টার দিকে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের সাবানার মোড় থেকে ১২০পিস ইয়াবা,
২ টি মোবাইল ও ৩ টি সিমকার্ডসহ আবু রায়হান (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আবু রায়হান সোনাবাড়িয়া এলাকার মো. কাছেদ আলী মোড়লের ছেলে। পরে তাকে জব্দকৃত আলামতসহ কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।
ফুলবাড়ীতে দায়সারা ভাবে চলছে সড়ক সংস্কার কাজ
দ্বিতীয় অভিযানে বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ মোড় থেকে ১কেজি গাঁজা, ১টি মোবাইল,
২টি সিমকার্ডসহ গ্রেফতার করা হয় মো. মোকলেছুর রহমান (২৯) নামের আরেক মাদক কারবারিকে।
আটক মো. মোকলেছুর রহমান সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলকার মো. আতিয়ার রহমানের ছেলে।
পরে তাকে জব্দকৃত আলামতসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে বেলা সাড়ে তিনটার দিকে তৃতীয় অভিযানে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকা থেকে আটক করা হয়
মো. রাফেয়াত আলী রাফুকে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৭৮পিস ইয়াবা, ১টি মোবাইল ও ২টি সিমকার্ড।
আটক মো. রাফেয়াত আলী রাফু কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে তাকেও জব্দকৃত আলামতসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
পৃথক তিন অভিযানে মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ এর স্কোয়াড্রন লীডার
মো. ইশতিয়াক হোসাইন বলেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য ও
অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে পৃথক ওই তিনটি অভিযান পরিচালনা করা হয়।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।



