সেবার প্রত্যয় নিয়ে বেনাপোল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
সেবার প্রত্যয় নিয়ে বেনাপোল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন।
‘বানিজ্যিক নয়, সামাজিক সেবার প্রত্যয়’ নিয়ে যশোরের বেনাপোলে অগ্রযাত্রা শুরু হলো বেনাপোল ডায়াগনস্টিক সেন্টারের।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বেনাপোল রেল ষ্টেশন রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও
ফিতা কেটে ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমানের সভাপতিত্বে ও
বন্দর প্রেসক্লাবের সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,
বেনাপোল কমান্ডার শাহ আলম হাওলাদার, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল,
সাধারন সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল প্রেসক্লাবের সম্পাদক রাশেদুজ্জামান রাশু, শার্শা প্রেসক্লাবের সম্পাদক ইয়ানুর রহমান,
বাজার কমিটির সভাপতি আজিজুর রহমান, আকবার আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু,
ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুর রাজ্জাক প্রমুখ। বক্তারা বলেন, বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থল বন্দর।
মানবিকতায় ওসি মাহমুদুল পেলেন ভালুকা প্রেসক্লাব সম্মাননা
কিন্তু এখানে ভালো মানের কোন হাসপাতাল না থাকা, সত্যিই দুঃখজনক একটা ব্যাপার।
এখানে সাধারণ জনগণ, বন্দর, কাস্টমসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বসবাস।
অথচ সরকার কিংবা স্থানীয় ভাবে কোন পদক্ষেপ নেই এখানে ভালো মানের একটা হাসপাতাল গড়ার।
পাবনায় অটোচালক সেলিম হত্যার রহস্য উদঘাটন
সেই সাথে বেনাপোল দিয়ে হাজার হাজার পাসপোর্ট যাত্রী ও বন্দরের শ্রমিকদের শারীরিক অসুস্থতার জন্য,
তাৎক্ষণিকভাবে দৌঁড়াতে হয় শার্শা উপজেলা কমপ্লেক্স কিংবা যশোরে।
অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রাথমিকভাবে চিকিৎসা না দিয়ে, দূরের পথ পাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যেতে মধ্যপথে অনেক রোগী মারাও যায়।
সেখানে বেনাপোল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন, সত্যি একটা ভালো খবর।
তবে, আমরা আশা করি এ সেন্টারটি যেন বানিজ্যিকভাবে প্রচালিত না হয়ে, সামাজিক ভাবে মানুষের সেবায় প্রচালিত হয়।
তবেই এর সুফল জনসাধারণসহ সকলে ভোগ করতে পারবে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: সাতক্ষীরায় খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার - দ্যা বাংলা ওয়াল