রংপুর জেলায় দ্বিতীয় ধাপে ৭১৫ পরিবার পাচ্ছে পাকা ঘর
রংপুর অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুর জেলায় দ্বিতীয় ধাপে
৭১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর।
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই শ্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায়
যাদের জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে।
বদলি হয়ে গেলেন নড়াইলের হিতৈষী পরিদর্শক বিদ্যুৎ বিহারী
আজ শনিবার সকালে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আসিব আহসান।
এসময় তিনি বলেন, ঘরগুলো নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
আগামীকাল প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর গুলো ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।
র্যাব-১২’র অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
তিনি আরো বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে ঘর নির্মাণ কাজ ও নির্মাণের মান তদারকি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ভূমিহীন ও গৃহহীনকে ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে।
দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৯১ হাজার টাকা করে।
এর আগে প্রথম ধাপে জেলায় ১ হাজার ২৭৩টি ভূমি ও গৃহহীন পরিবারকে ২ শতক জমি ও বসত বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে।
রংপুর জেলায় দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে জেলার সব ভূমি ও গৃহহীনদের এ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: রংপুরে চীন থেকে আসা সিনোফার্মের করোনা টিকা দেয়া শুরু - দ্যা বাংলা ওয়াল
Pingback: রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত - দ্যা বাংলা ওয়াল