সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে নিহত
সাতক্ষীরায় কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে নিহত হয়েছে।
সোমবার (২১ জুন) বিকেল ৩ টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বয়েরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরেয়া গ্রামের মৃত সামছুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম (৬৫) এবং তার ছোট ছেলে রোকনুজ্জামান (৩৭)।
নিহত রোকনুজ্জামানের চাচাতো ভাই আনিছুর রহমান জানান, তার চাচি মরিয়ম বেগম বেলা ৩ টার দিকে
বাড়ির সামনে টাঙানো বিদ্যুৎতের তারে ভেজা কাপড় শুকাতে দিচ্ছিলেন।
শার্শা উপজেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে
ওই সময়ে বিদ্যুৎ লাইনের তারে বিদ্যুৎতায়িত হয় চাচি মরিয়ম বেগম।
তাৎক্ষণিক ছোট ছেলে রোকনুজ্জামান মাকে বাঁচাতে এগিয়ে এসে তিনিও বিদ্যুৎতায়িত হয় এবং ঘটনাস্থলেই মা ও ছেলে মৃত্যুবরণ করেন।
ভারতে পাচার কিশোরীকে বেনাপোল দিয়ে হস্তান্তর
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: ভালুকার তৃর্ণমূল আওয়ামীলীগ কর্মীদের চেক ও গাছ বিতরণ - দ্যা বাংলা ওয়াল