বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক।
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ছয় কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুন) বিকেলে বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের জামাত আলী মোড়লের ছেলে জামাল মোড়ল কুশই (৪৩),
একই এলাকার নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিত বিশ্বাস (৩০) ও মৃত রওশন আলীর ছেলে ইদ্রিস আলী (৪০)।
এক সপ্তাহ পর বেনাপোল বন্দর দিয়ে পাথর আমদানি শুরু
বেনাপোল ও শার্শায় লকডাউন আরও এক সপ্তাহ বাড়লো
পুলিশ জানায়, মাদক পাচারকারীরা মাদকের একটি চালান নিয়ে বেনাপোল দিঘীরপাড় বাইপাস সড়কের অবস্থান করছে,
বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ এমন গোপন খবরে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ এর নেতৃত্বে
একদল পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তাদের আটক করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালত পাঠানো হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: লক্ষ্মীপুর জেলা আ.লীগ নেতার গাড়ি ভাঙচুর, প্রতিবাদ সমাবেশ - দ্যা বাংলা ওয়াল