লকডাউনেও জমে উঠেছে গাজীপুরে কাঁঠালের বাজার

লকডাউনেও জমে উঠেছে গাজীপুরে কাঁঠালের বাজার।

লকডাউনেউ জমে উঠেছে কাঁঠালের রাজধানী গাজীপুরে কাঁঠাল বেঁচা-কেনা। পাকা কাঁঠালের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে।

হাটে-বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার কাঁঠাল। গাছ থেকে কেউ পাড়ছেন, কেউ খাচ্ছেন, কেউবা আবার বিক্রির জন্য হাটে-বাজারে নিয়ে যাচ্ছেন।

গাজীপুরের প্রায় সব এলাকাতেই চোখে পড়ে এমন দৃশ্য। বাগান মালিকেরা প্রতিদিন ভোরে বাগান থেকে পাকা। কাঁঠাল উৎপাদনে গাজীপুর সব সময় এগিয়ে।

এখন গাছ ভরা কাঁঠাল মৌসুম। গাছে গাছে কাঁঠাল আর বাজারেও উঠতে শুরু করেছে জাতীয় ফল কাঁঠাল।

নড়াইলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের হার ৩৪.৫৪%

হাট বাজারে স্বাস্থ্যবিধি না মেনেই কৃষকরা কাঁঠাল বিক্রিতে ব্যস্ত।

লকডাউনের দ্বিতীয় দিনে বুধবার (২৩জুন) ভোর থেকেই এ চিত্র দেখা গেছে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর রাজেন্দ্রপুর মাওনা টোকসহ নানা হাট বাজারে।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লী জানান স্থানীয় হাট বন্ধ রাখার নির্দেশ সত্বেও কেনাবেচা জমেছে ওই হাটে।

লকডাউনেও জমে উঠেছে মানছেনা কেউ স্বাস্থ্যবিধি। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল।

গ্রীষ্মকালীন ফল হলেও এখন মূলত সারাবছরই ফলটি কম-বেশি বাজারে পাওয়া যায়।

নড়াইল আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাঁঠালের হলদে রঙের রসালো কোষ ও চমৎকার স্বাদ-গন্ধের জন্য ফলটি খুবই জনপ্রিয়।

কাঁঠাল বাংলাদেশের সব এলাকায় কম-বেশি ফলে। সবচেয়ে বেশি হয় উঁচু লাল মাটিতে। এ জন্য গাজীপুরকে বলা হয়ে থাকে কাঁঠালের রাজধানী।

তাছাড়া এই জেলা ছাড়াও দেশের সব জায়গায় ফলে সুমিষ্ট এই ফল।

বিশেষ করে উঁচু অঞ্চল, ময়মনসিংহ, সাভার, ভাওয়াল মধুপুরের গড়, বৃহত্তর সিলেট জেলার পাহাড়ি এলাকা, রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় কাঁঠাল ভালো উৎপন্ন হয়।

তবে সারাদেশে প্রসিদ্ধ এবং জনপ্রিয় হচ্ছে গাজীপুরের কাঁঠাল।

/ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
http://shopno-tv.com/
http://shopno-tv.com/
http://shopno-tv.com/
Total Page Visits: 269 - Today Page Visits: 1

শ্রীপুর (গাজীপুর) করেসপনডেন্ট

# 43 Ataur Rahman SHOHEL E-mail: ataur.sohel88@gmail.com Cell: 01915218424, 01616351565 Education: B. Sc Name: Ataur Rahman SHOHEL Father’s Name: Md. yaiz Uddin Mother’s Name: Mst. Suria akter Permanent: Vill. & PO- Mawna, PS-Sreepur, Dist. Gazipur-1740 DOB: 26-01-1992 Blood Group: B+ National ID No.: 9113438932

One thought on “লকডাউনেও জমে উঠেছে গাজীপুরে কাঁঠালের বাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares