শ্রীপুরে পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
শ্রীপুরে জোরপূর্বক পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে।
শ্রীপুরের তেলিহাটিতে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই নারীর বাবা বাদী হয়ে তিন জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে হুমায়ুন কবিরের বাড়িতে এই ঘটনা ঘটে।
ধর্ষণ চেষ্টার বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও নির্যাতিতা ওই নারীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
নড়াইল আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অভিযুক্তরা হলো, শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের প্রয়াত রজব আলীর ছেলে হুমায়ুন কবির (৪৫), হুমায়ুন কবিরের ছেলে পলাশ মিয়া (২১) এবং
হুমায়ুন কবিরের স্ত্রী পারুল আক্তার(৪০)। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন।
অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৩ মাস আগে হুমায়ুন কবিরের ছেলে পলাশ মিয়ার সাথে বিয়ে হয় ওই নারীর।
পলাশ স্থানীয় মেঘনা সাইকেল কারখানায় কাজ করেন।
ওই দিন হুমায়ুন কবির অসৎ উদ্দেশ্যে পুত্রবধূকে বাড়িতে একা রেখে স্ত্রী এবং ছেলেকে অন্যত্র পাঠিয়ে দেয়।
লকডাউনেও জমে উঠেছে গাজীপুরে কাঁঠালের বাজার
পরে মাথা ব্যাথার অজুহাত দেখিয়ে পুত্রবধূকে মাথা টিপে দিতে বলে ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে পুত্রবধূকে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন।
শ্রীপুরে পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার পরে ওই নারী অনেক ধস্তাধস্তি করিয়া নিজেকে রক্ষা করে।
পরে শাশুড়ি এবং স্বামী বাড়িতে আসার পর বিষয়টি জানানোর পরেও তারা কোনো প্রতিবাদ করেনি।
বরং কাউকে কিছু না বলার জন্য তাকে ঘরে আটকিয়ে মারধর করেন।
পরে ওই নারীর পিতা এলাকার লোকজনের সহয়তায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, একটি লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।


Pingback: বেনাপোলে কঠোর লকডাউন বাস্তবায়নের পথে প্রশাসন - দ্যা বাংলা ওয়াল