শার্শায় মুক্তার হত্যা: দুই ভাগ্নেসহ অভিযুক্ত ৩
শার্শায় মুক্তার হত্যা: দুই ভাগ্নেসহ অভিযুক্ত ৩।
যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামে বৃদ্ধ মুক্তার সরদার হত্যা মামলায় নিহতের দুই ভাগ্নেসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল হয়েছে।
তদন্ত শেষে মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করেন মামলাটির তদন্ত কর্মকর্তা শার্শা পুলিশের এসআই এটিএম তরিকুল ইসলাম।
অভিযুক্তরা হলেন, অগ্রভুলোট গ্রামের মাজাহারুল ইসলামের দুই ছেলে মামুন হোসেন, মাসুম হোসেন এবং আব্দুল খালেক সরদারের ছেলে আসাদুল সরদার।
এর মধ্যে মামুন হোসেন ও মাসুম হোসেন নিহত মুক্তার সরদারের ভাগ্নে।
মামলার বিবরণে জানা গেছে, আসামিদের সাথে মুক্তার সরদার ও তার পরিবারের জমি নিয়ে বিরোধ ছিল।
বেনাপোলে রেস্টুরেন্ট বন্ধে বিপাকে ভারতীয় ট্রাক চালকরা
চলতি বছরের ২ জানুয়ারি দুপুরে মুক্তার সরদারের ভাই বক্কার সরদার ট্রাক্টর চালিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন।
পথে তার ভাগ্নে মামুন ও মাসুম ট্রাক্টরের গতিরোধ করে তাকে মারপিট করতে উদ্যত হন।
ওই সময় স্থানীয় লোকজন ছুটে এসে বক্কার সরদারকে রক্ষা করেন এবং তাকে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেন।
এর পর বিকেল তিনটার দিকে বক্কার সরদার ও মুক্তার সরদার ভাগ্নেদের বাড়িতে গিয়ে হামলার কারণ জানতে চান।
বেনাপোলে মুচলেকায় মুক্তি পেলেন এনজিও কর্মী
এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আসামিরা ধাওয়া করে মুক্তার সরদারকে এলাকার ডিপ টিউবঅয়েলের পাশে নিয়ে হত্যা করে।
এই ঘটনায় নিহতের ভাই লিয়াকত সরদার পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় হত্যা মামলা করেন।
শার্শায় মুক্তার হত্যা এ মামলার তদন্ত শেষে উল্লেখিত তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিহতের বোন আয়েশা খাতুন ও ভগ্নিপতি মাজহারুল ইসলামকে
মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত মামুন ও মাসুমকে পলাতক দেখানো হয়েছে।
Pingback: যশোর সদর হাসপাতালে অক্সিজেন প্লান্ট উদ্বোধন - দ্যা বাংলা ওয়াল
Pingback: একই দিনে পাবনা শহরের চিরচেনা দুই প্রিয় মানুষের ইন্তেকালে - দ্যা বাংলা ওয়াল