সাতক্ষীরা সড়কে ঝড়ল ৩ যুবকের প্রাণ
সাতক্ষীরা সড়কে ঝড়ল ৩ যুবকের প্রাণ। সাতক্ষীরার দেবহাটায় মোটরসাইকেল দূর্ঘটনায় ৩ যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) রাত ১০ টার দিকে উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পুষ্পকাটি এলাকার মফিজুর কারিগরের ছেলে মহিউদ্দীন ওরফে সজিব হোসেন (২৬),
একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)।
একই দিনে পাবনা শহরের চিরচেনা দুই প্রিয় মানুষের ইন্তেকালে
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, পারুলিয়া বাসস্টান্ড এলাকা থেকে ওই তিন যুবক একটি মোটরসাইকেল যোগে সাতক্ষীরা অভিমূখে যাচ্ছিল।
পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
ময়মনসিংহে করোনার সর্বোচ্চ রেকর্ড : একদিনেই ২১১ জন
এসময় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে ৩ আরহী ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।
সাতক্ষীরা সড়কে ঝড়ল এছাড়া মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: সাতক্ষীরায় মৃত্যুর মিছিলে হারিয়ে গেলো আরও ৭ প্রান - দ্যা বাংলা ওয়াল
Pingback: সাতক্ষীরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে কর্মচারীর মৃত্যু - দ্যা বাংলা ওয়াল