রাজশাহী ‘জিরো পয়েন্টে’ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব
রাজশাহী জেলা প্রতিনিধি: শনিবার দুপুর ১২:০০ টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার ‘জিরো পয়েন্টে’ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবের চেকপোস্ট পরিদর্শনে র্যাব-৫ এর অধিনায়ক
সারাদেশে করোনা সংক্রমণ মহামারী আকার ধারণ করায় ‘কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ।
তবে তৃতীয়তম দিনে নানা অজুহাতে মানুষ রাস্তায় বের হচ্ছেন। তাদের ঘরে ফেরাতে রীতিমত হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সাতক্ষীরায় লকডাউনের ভিতরে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ৫
শনিবার সকাল থেকেই সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা যায়, এর সাথে চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এরই ধারাবাহিকতায়, শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজার ‘জিরো পয়েন্ট’ এলাকায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে
র্যাবের চেকপোস্ট পরিদর্শনে আসেন র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল রহমান তালুকদার।
এসময় র্যাব অধিনায়ক বলেন, আমরা সর্বদা চেষ্টা করছি লকডাউন সফল করতে, সেই সাথে সাধারন মানুষ কেও লকডাউন মানার অনুরোধ জানাচ্ছি।
নওগাঁয় সিমেন্ট ও আম বোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ২
কৌতূহলবশত যারা লকডাউন দেখতে বাহিরে আসছেন র্যাব তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে।
টহলের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাব-৫ এর অধিনের জেলা গুলোতে তিনটি করে চেকপোস্ট সেই সাথে আছে টহল টিম।
যেহেতু আমাদের জনবল কম তবুও আমরা সর্বদা চেষ্টা করছি লকডাউন সফল করতে এবং মানুষ কে সচেতন করতে।
এ সময় সাহেব বাজার এলাকায় বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন সর্বোপরি লকডাউন কার্যকরে র্যাব-৫, রাজশাহীতে কঠোর অবস্থানে রয়েছে।
এমন পরিস্থিতিতে আমরা সর্বদা দেশের মানুষের পাশে আছি এবং সর্বোক্ষন থাকবো ইনশাল্লাহ। এ সময়ে র্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাগণ উপিস্থিত ছিলেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: সাতক্ষীরায় হরিণের মাংসসহ এক শিকারী আটক - দ্যা বাংলা ওয়াল