পোরশায় ইউএনও’র লোক পরিচয়ে টাকা দাবি
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: পোরশায় ইউএনও’র লোক পরিচয়ে টাকা দাবি।
নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় এবং ইউএনও’র লোক পরিচয়ে এক অজ্ঞাত প্রতারক চক্র একাধিক ব্যবসায়ীর নিকট টাকা দাবি করেছেন।
পাবনার চাটমোহর সবার প্রিয় ডাক্তার অঞ্জন ভট্টাচার্য আর নেই
করোনা ভাইরাস জনিত কারণে চলতি লকডাউনে ওই প্রতারক চক্র মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছে
টাকা দাবি করেন বলে জানান ইউএনও নাজমুল হামিদ রেজা।
তিনি জানান, ০১৬১০৯০২৩৮০এই নম্বর থেকে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে বিভিন্ন পরিমান টাকা দাবি করে চক্রটি।
শ্রীপুরে ভোগান্তির আরেক নাম সুফিয়া কটন মিলস সড়ক
পোরশায় ইউএনও’র লোক পরিচয়ে বিষয়টি অবগত হয়ে থানায় জিডি করা হয়েছে এবং সকল জনসাধারন ও ব্যবসায়ীদের
ওই প্রতারক চক্র হতে সাবধান থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি জানান।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: নড়াইল সদর আধুনিক হাসপাতলে নেই পৃথক ইউনিট - দ্যা বাংলা ওয়াল