বেনাপোলে ফোন করলেই অক্সিজেন পৌঁছে যাবে
বেনাপোলে ফোন করলেই অক্সিজেন পৌঁছে যাবে আপনার বাড়ি।
করোনা মহামারি প্রার্দুভাবে দেশ জুড়ে মানুষ আতঙ্ক হয়ে পড়েছে। সাধারন জনগন অর্থের জন্য পারছে না প্রাইভেট হাসাপাতালসহ
অন্যান্য চিকিৎসাকেন্দ্রে যেয়ে চিকিৎসা নিতে। এই আতঙ্কের বাইরে বেনাপোলের জনগনও নেই।
এমন সময় মানব সেবায় এগিয়ে এলেন বেনাপোলে কোভিড রোগীদের শ্বাসকষ্টে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন এক পরিবহন ব্যবসায়ী।
৩১টি অক্সিজেন সিলিন্ডার কিনে ব্যবসায়ী কবির উদ্দিন গাজি এসব বিতরণ করছেন।
গাজি ট্রান্সপোর্ট এর মালিক কবির উদ্দিন গাজি জানান, ফোন পেলেই অক্সিজেন সিলিন্ডার কোভিড রোগীর বাড়িতে পৌঁছে দিচ্ছেন।
বাগেরহাটে লোকালয় থেকে অজগর উদ্ধার
বেনাপোলে ফোন করলেই অক্সিজেন ফুরিয়ে গেলে আবার সিলিন্ডারে ভরে দিয়ে আসছেন।
এছাড়া বেনাপোল পৌর সভার অক্সিজেন ব্যাংকে দিয়েছেন ১০টি অক্সিজেন সিলিন্ডার।
৫টি সিলিন্ডার দিয়েছেন ট্রান্সপোর্ট মালিক সমিতি অফিসে এবং বাকি ১৬টি তিনি নিজের অফিসে রেখেছেন।
কারো প্রয়োজন হলে ‘শুধুমাত্র ফোন করলেই গন্তব্যে পৌঁছে যাবে’ বিনামূল্যে এসব অক্সিজেন সিলিন্ডার।
বেনাপোল কাস্টমস হাউজে ২ হাজার ১৪৪ কোটি রাজস্ব ঘাটতি
বেনাপোলের ছোটআচঁড়া মোড়ে গাজি ট্রান্সপোর্ট অফিসে কবির উদ্দিন গাজি বলেন,
খবরের মাধ্যমে জানতে পেরেছি বেনাপোলে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে।
বিবেকের তাড়নায় সাধ্যমত যতটুকু পারছি ততটুকু বেনাপোল পৌরবাসিদের সেবার জন্য নিয়ে এসেছি।
এছাড়াও যদি অন্য কোন কাজে সাহায্য করতে পারি আমি সেটুকু করার চেষ্টা করব।
এসময় তিনি সকল বিত্তবানদের অসহায় ঘর বন্দী মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানোর জন্য এগিয়ে আসার আহবান জানান।
জরুরী ভিত্তিতে অক্সিজেন এর প্রয়োজন হলে ০১৯১৬-৯১৯৩৬২ এ নম্বরে যোগাযোগ করতে বলেন তিনি।
Pingback: সুনামগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি মানুষের - দ্যা বাংলা ওয়াল