সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু
সাতক্ষীরায় পুকুরের পানিতে ওজু করতে যেয়ে পুকুরের পানিতে ডুবে এক মুদি ব্যবসায়ির মৃত্যু হয়েছে।
রোববার ভোরে সাতক্ষীরা শহরের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
মৃতের নাম তৌছিফ আলম খান মঞ্জু (৩২)। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুরের তৌফিক আলম রঞ্জুর ছেলে।
নিহতের পিতা জানান, তার একমাত্র ছেলে মঞ্জু এক বছর যাবৎ বাড়ির পাশে মুদিখানার দোকান পরিচালনা করে আসছে। তার মৃগি রোগ ছিল।
চারঘাটে কঠোর প্রশাসন নির্দেশনা অমান্য করায় জরিমানা
প্রতিদিনের ন্যয় পার্শ্ববর্তী আহলে হাদিস মসজিদে এশারের নামাজ পড়ার জন্য শনিবার রাত সাড়ে ৮টার দিকে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সামনে ঠাণ্ডু খানের পুকুরে ওজু করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর বাড়ি না আসায় সম্ভাব্য সকল জায়গায় তার সন্ধ্যান চালানো হয়।
রাজশাহীতে খাদ্য সামগ্রী পেল আরো ৩৬০০ অসহায় পরিবার
রোববার ভোরে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়।
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে মৃগি রোগের কারণে সঞ্জু পুকুরে পড়ে যেয়ে আর উঠতে পারেনি বলে আশঙ্কা করছেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, পরিবারের কারো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Pingback: নড়াইল আ’লীগের সা: সম্পাদক নিলুর মায়ের জানাযা অনুষ্ঠিত - দ্যা বাংলা ওয়াল