কাশিপুর সীমান্তে গাঁজাসহ ২ নারী মাদক চোরাকারবারি আটক
কাশিপুর সীমান্তে গাঁজাসহ ২ নারী মাদক চোরাকারবারি আটক।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে গাঁজাসহ দুই নারী মাদক চোরাকারবারীকে আটক করেছে।
৯ জুলাই শুক্রবার সকাল ৯টার দিকে কাশিপুর ক্যাম্পের হাবিলদার মাসুদ রানার নেতৃত্বে বিজিবির টহলদল গোপন সংবাদ পেয়ে
সীমান্তের ৯৪৩ নম্বর পিলারের নিকটবর্তী মধ্য কাশিপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করে।
পাবনা ঈশ্বরদী উপজেলা থেকে আটক বাঘমারা পৌর মেয়র
আটককৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী হেলেনা বেগম (৪৯) ও
একই গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৪৮)।
এসময় বিজিবির সদস্যরা তাদের কাছে থেকে ৩ কেজি গাঁজা, দুইটি মোবাইল ও নগদ ২ হাজার ৮৫ টাকা উদ্ধার করেন।
নবীগঞ্জে এসিল্যান্ড উত্তম কুমার দাশের’র মানবতার দৃষ্টান্ত
লালমনিরহাট ১৫ বিজিবির অধীনে কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ছাইদুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।