দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কিশামত প্রানকৃষ্ণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মিরাজ (২)।

সে ওই গ্রামের হারুন মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, খেলতে খেলতে শিশুটি বাড়ীর পাশের পুকুরে কখন যে পড়ে ডুবে যায় তা কেউই জানেন না।

রাজশাহীতে শেখ রাসেল শিশুপার্কে উন্নয়ন পরিদর্শনে মেয়র

কিছুক্ষন পর শিশুটির খোঁজ হলে এদিক সেদিক খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ীর লোকজন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে শিশুটির ভাসমান লাশ দেখতে পায়।

পাবনা পূর্বরাঘবপুর স্কুলের সভাপতি আজমল ইন্তেকাল

পরে চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকজন পুকুরে নেমে শিশুটির লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/ হেলাল উদ্দিন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
http://shopno-tv.com/
http://shopno-tv.com/
http://shopno-tv.com/

ফুলবাড়ী (কুড়িগ্রাম) করেসপনডেন্ট

# ৫০ নাম: মো: হেলাল উদ্দিন। helalfulkuri@gmail.com পিতার নাম: মো: আবুল কাশেম। মাতার নাম: মোছা: দুলালী বেগম। বর্তমান ঠিকানা: গ্রাম: চন্দ্রখানা , ডাকঘর : ফুলবাড়ী, উপজেলা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম। স্থায়ী ঠিকানা: গ্রাম: চন্দ্রখানা , ডাকঘর : ফুলবাড়ী, উপজেলা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম। জন্ন তারিখ: ২০/১০/১৯৯২ ইং আইডি নম্বর: ১৯৯২৪৯১১৮৪০০০০২৮৩ রক্তের গ্রুপ: A+ মোবাইল নম্বর: ০১৭৫০৯৫৬৩০৮। বিএ পাশ করোনা কালিন সময়ের জন্য এখনো সাটির্ফেকেট হাতে পাই নাই। বিভিন্ন অনলাইন পত্রিকায় ৩ বৎসর যাবদ সংবাদ প্রদান কাজে নিয়োজিত আছি।

One thought on “কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *