সাংবাদিক অধ্যাপক মাও. এম এ গফুরের ইন্তকাল, শোক
সাংবাদিক অধ্যাপক মাও. এম এ গফুরের ইন্তকাল, বিভিন্ন মহলের শোক।
সাংবাদিক অধ্যাপক (অব.) মাও. এম এ গফুর গতকাল শুক্রবার বিকাল ৫ টা ১৫ মিনিটে শালগাড়ীয়া তালবাগানপাড়া নিজ বাড়িতে
ইন্তেকাল করেছেন ” ইন্না নিল্লাহে ওয়া ইন্না হিলাহের রাজিউন”।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর, তিনি ২ স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, ভাই, বোন, আত্মীয়-স্বজন, বন্ধু, সহযোদ্ধা, সহপাঠি সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে, এক নজর দেখার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু, প্রতিবেশীরা তার বাড়িতে ভীড় জমায়।
পারিবারিক সূত্রে জানা যায় গত ২১ জুন চোখ অপারশনে ঢাকাতে একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে হার্ড ষ্ট্রোক করেন তার পর থেকে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।
তিনি আতাইকুলা ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত মফিজ মোল্লার ৫ ছেলে, ৪ মেয়ে, ছেলেদের মধ্যে ছিলেন ৩য় নং।
তিনি আটঘড়িয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, সাপ্তাহিক দেশ বিবরন পত্রিকার পাবনা প্রতিনিধি হিসাবে কমর্রত ছিলেন।
আদমদীঘিতে অনিয়ম দুর্নীতি তদন্তে বিভাগীয় কমিশনার
পাবনা রিপোর্টরর্স ইউনিটির কার্যকরী সদস্য, আটঘড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
ডেন্টাল সার্জন ডা. সেরাজুল আলম রাকিবের চাচা। শুক্রবার বাদ এশা তালবাগান জামে মসজিদে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে নিজ গ্রাম মধুপুরে ২য় নামাজে জানাযা শেষে পিতা, মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোকসম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,
সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবুজিৎ নাগ, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন,
পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ,
র্যাব-১২ সিরাজগঞ্জে ৩২ লক্ষ টাকার হেরোইনসহ আটক-১
সিনিয়র সহ-সভাপতি দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডা. আব্দুস সালাম, পাবনা রিপোর্টারস ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন,
সাধারণ সম্পাদক কাজী মাহমুদ মোর্শেদ বাবলা, পাবনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মাছরাঙা টিভির ব্যুরো চিফ উৎপল মির্জা,
স্বপ্ন টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি শেখ তারেক রহমান, দৈনিক সিনসার সম্পাদক মাহবুব আলম,
বার্তা সংস্থা ইউ এন এস’র সম্পাদক শহিদুল করিম মুকুল, বার্তা সম্পাদক এস পারভেজ, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী,
দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক এস এম আদনান উদ্দীন, জাতীয়তাবাদী দল বিএনপি পাবনা জেলার যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন মান্নান মাষ্টার,
দৈনিক বিপ্লবী সময়ের বার্তা সম্পাদক আব্দুস সালাম, প্রমূখ।
Pingback: করোনায় সন্মুখ যোদ্ধা হিসেবে শার্শার এক চিকিৎসক দম্পতি - দ্যা বাংলা ওয়াল