দেশব্যাপীব্যবসা বাণিজ্যপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

টাইগার ৬ লাখ টাকায় বিক্রি করতে চান আমিনুর

টাইগার ৬ লাখ টাকায় বিক্রি করতে চান আমিনুর।

যশোরের শার্শা উপজেলার পল্লীতে আড়াই বছর ধরে লালন পালন করা টাইগার’ নামের ষাঁড়টি এবার কোরবানির হাটে তুলে

স্বপ্ন পূরণ করতে চান আমিনুর নামের এক কৃষক। দাম হেঁকেছেন ৬ লাখ টাকা।

তবে করোনায় উপযুক্ত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ওই ষাঁড়ের মালিক। গরুটিতে ২০ মণ মাংস আছে বলে দাবি তার।

কিন্তু এখন পর্যন্ত ওই দামেও ক্রেতা পাচ্ছেন না।

প্রতিবছরই ঈদ-উল-আযহা এলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে কোরবানির পশু। করোনা মহামারিতে সবকিছু থমকে গেলেও এবারো এর ব্যতিক্রম হচ্ছে না।

দৈহিক আকৃতি ও দামের কারণে কিছু কিছু কোরবানির গরু শিরোনাম হয়। ইতোমধ্যে যশোরের শার্শা উপজেলার

জামতলার একটি ফ্রিজিয়ান জাতের গরুর সন্ধান পাওয়া গেছে। যার নাম দেওয়া হয়েছে ‘জামতলার টাইগার’।

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা থেকে এক কিলোমিটার পশ্চিমের গ্রাম টেংরা ‘জামতলার টাইগার’ নামের গরুটি

প্রস্তুুত করেছেন ওই গ্রামের কৃষক আমিনুর ইসলাম। কালো ডোরাকাটা রঙের গরুটিকে আড়াই বছর ধরে সন্তানের মত

লালন পালন করে আসছেন কৃষক আমিনুর ও তার স্ত্রী হাজিরা বেগম।

নড়াইলে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫১, আক্রান্তের হার ৪৭.৬৬%

তার দাবি, বয়স আড়াই বছর। স্বাভাবিক খাবার খায়। মোট ওজন ২৮ মণ। চার দাঁত।

গরুটি ৬ লাখ টাকায় বিক্রি করতে চান তিনি। বাজারে তোলার আগেই স্থানীয় এক ব্যাপারী ৪ লাখ টাকা দাম দিতে চেয়েছেন বলে জানান মালিক আমিনুর।

ইতোমধ্যেই এই ‘জামতলার টাইগার’কে নিয়ে বেশ আলোচনা চলছে এলাকায়। কেউ কেউ বলছেন,

এটিই এবার উপজেলার অন্যতম বড় গরু হতে পারে। তবে এখন পর্যন্ত গরুটি কোনও হাটে তোলা হয়নি। বাড়িতে থাকা অবস্থাতেই আলোচনা শুরু হয়েছে।

গরুর মালিক আমিনুর বলেন, নিজস্ব গাভী ফ্রিজিয়ান ক্রস ব্যবহার করে গরুটি উৎপাদন করা হয়েছে। এটি একটি ষাঁড়।

টাইগার ৬ লাখ টাকায় বিক্রি ষাঁড়টির বর্তমান বয়স আড়াই বছর। ষাঁড়টিতে ২০ মণ মাংশ পাওয়া যাবে বলে স্থানীয় মাংশ ব্যবসায়ীরা বলেছেন।

স্বাভাবিকভাবে এ জাতের গরু ২৫-৩০ মণের হতে পারে।

গাজীপুরে কিশোর উন্নয়ন কেন্দ্রে মারামারি, নিহত ১

তিনি জানান, গরুটি বড় করার ক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবে দানাদার ও লিকুইড খাদ্য হিসেবে খড়, বুট ও ছোলার ভুসি,

গম, চিটাগুড়, ভিজানো চাল, খৈল, নেপিয়ার ঘাসসহ প্রাকৃতিক খাবারই দিয়েছেন। মোটাতাজা করতে বিশেষ কোন পদ্ধতিও ব্যবহার করেননি।

ষাঁড়টি তিনি ৬ লাখ টাকায় বিক্রি করতে আগ্রহী। কোরবানি উপলক্ষে অনেকেই যোগাযোগ করছেন।

স্থানীয় একজন গরুর বেপারী এটির দাম ৪ লাখ টাকা পর্যন্ত বলেছেন। তিনি ৬ লাখ টাকার জন্য অপেক্ষা করছেন।

টেংরা গ্রামের মেম্বার মোজাম গাজি বলেন, অভাবী কৃষক আমিনুর অনেক বেশি যতœ নিয়ে গরুটি লালন পালন করেছে।

করোনাকালিন এই সময় উপযুক্ত দাম পাবেন কী না তা নিয়ে সন্দেহ রয়েছে তবে ন্যায্য দাম না পেলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আগ্রহ হারিয়ে ফেলবেন।

এদিকে বিশাল আকারের এই ষাঁড়টি দেখতে প্রতিদিন মানুষ ভীড় করছেন আমিনুরের বাড়িতে।

জামতলার টাইগারকে কিনতে চান তাহলে ০১৯১৮৯১২৭৬৭ নম্বরে আমিনুর ইসলামের সাথে যোগাযোগ করতে পারেন।

/ মোঃ জামাল হোসেন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
দ্যা বাংলা ওয়াল, The Bangla Wall, www.thebanglawall.com
www.thebanglawall.com
www.thebanglawall.com

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “টাইগার ৬ লাখ টাকায় বিক্রি করতে চান আমিনুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *