রাজশাহী মহানগরীতে মসজিদ নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে মসজিদ নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র লিটন।
রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন।
সড়কের নকশায় বিদ্যমান ২৫নং ওয়ার্ডের খাদেমুল ইসলাম জামে মসজিদ সাময়িকভাবে স্থানান্তর করা হচ্ছে।
এজন্য অস্থায়ী খাদেমুল ইসলাম জামে মসজিদ নির্মাণ করা হচ্ছে।
বেনাপোলে কাস্টমসে বসল ফিঙ্গার প্রিন্ট সিস্টেম
রোববার বিকেলে অস্থায়ী মসজিদটির নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় নির্মাণ কাজের অগ্রগতি ও সার্বিক বিষয়ে খেঁাজখবর নেন মেয়র।
পরিদর্শনকালে মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজশাহীবাসীর মধ্যে স্পেক্ট্রা অক্সিজেন এর চুক্তি স্বাক্ষরিত
উল্লেখ্য, ‘রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়
১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি মোড় হতে তালাইমারি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার
বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে।
রাজশাহী মহানগরীতে মসজিদ নির্মাণ প্রকল্পটির আওতায় ড্রেন ও সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ নির্মাণ করা হচ্ছে।
ইতোমধ্যে সড়কটির দক্ষিণ পাশে দৃষ্টিনন্দন ফুটপাথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: যশোরের শার্শায় বিএনপির ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচি - দ্যা বাংলা ওয়াল