দেশব্যাপীআইন- আদালতশিরোনামসর্বশেষসব খবর

শার্শায় জুয়ার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক

শার্শায় জুয়ার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক। যশোরের শার্শা থেকে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামসহ তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রবিবার (১১ জুলাই) বিকালে উপজেলার রাজনগর চক এলাকা থেকে তাদের আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলো, উপজেলার রাজনগর চক গ্রামের সোনাই মোড়লের ছেলে আলিম (৪৫),

একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোমিন (৩৫) ও সলেমান খার ছেলে আজিজুল (৩০)।

রাজশাহীতে মেয়রের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অব্যাহত

গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সামনুর মোল্লা সোহান জানান,

কঠোর লকডাউনে জমায়েত করে জুয়া খেলার আসর বসেছে এমন গোপন খবরে অভিযান চালিয়ে আলিমের বাড়ি থেকে

শার্শায় জুয়ার সরঞ্জামসহ জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

এসময় সেখান থেকে ৩ জোড়া তাস ও নগদ ৬১০ টাকা উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে

তাদেরকে সোমবার সকালে যশোর আদালতে পাঠানো হবে।

/ মোঃ জামাল হোসেন

http://shopno-tv.com, http://thebanglawall.com
প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।
http://shopno-tv.com/
http://shopno-tv.com/
http://shopno-tv.com/

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

One thought on “শার্শায় জুয়ার সরঞ্জামসহ ৩ জুয়াড়ি আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *