নওগাঁতে করোনায় প্রাণ গেল আরও পাঁচজনের, শনাক্ত ১১৫
নওগাঁতে করোনায় প্রাণ গেল আরও পাঁচজনের, শনাক্ত ১১৫।
চলমান কঠোর বিধি-নিষেধের মধ্যেই করোনায় নওগাঁতে পাঁচজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে-একজন মহিলা ও চারজন পুরুষ রোগী রয়েছেন।
গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা- মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় একদিনে পাঁচজন ব্যক্তির মৃত্যু হয়েছে।
চার উপজেলায় মৃতদের মধ্যে- সদরের সচিব মন্ডল (৮৫) ও মেরিনা চৌধুরী খাতুন (৬৫), মহাদেবপুরের খাদেমুদ্দিন (৭০),
পত্নীতলার আকতারুল ইসলাম (৩০) এবং নিয়ামতপুরের সিরাজুল ইসলাম (৭০)।
নতুন এই পাঁচজনকে নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৫ জনে।
নাচোলে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ আটক ০১
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪৭৯টি নমুনার বিপরীতে জেলায় নতুন করে আরও ১১৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন ১১৫ জন করোনা রোগীকে নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৩১৪ জনে।
নতুন শনাক্তদের মধ্যে- সদরের ৭১ জন, রাণীনগরের আটজন, আত্রাইয়ের এগারোজন, মহাদেবপুরের তিনজন, মান্দার পাঁচজন,
বদলগাছীর তিনজন, পত্নীতলার পাঁচজন, সাপাহারের পাঁচজন এবং পোরশার চারজন রোগীর দেহে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।
তালায় ব্লাড ক্যান্সারে কেড়ে নিল মেধাবী ছাত্রীর প্রাণ
আজ মঙ্গলবার ১৩ জুলাই দুপুরে নওগাঁ জেলা সিভিল সার্জন অফিসার ডা. এবি এম আবু হানিফ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
নওগাঁতে করোনায় প্রাণ গেল রোগীর শনাক্ত বিবেচনায় ২৪ দশমিক শূন্য শতাংশ। এদিকে, নতুন ১১৫ জন করোনা রোগীকে নিয়ে
জেলায় মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৩১৪ জনে।
সিভিল সার্জন আরও জানান, আরটিপিসিআর থেকে ২৭৯ নমুনার বিপরীতে ৫৮ জন এবং
র্যা পিড অ্যান্টিজেন পরীক্ষায় ২০০ নমুনার বিপরীতে ৫৭ জনের দেহে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
এদিকে, জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৬১ জন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।


Pingback: র্যাব-১২'র অভিযানে মার্ডার মামলার আসামী গ্রেফতার - দ্যা বাংলা ওয়াল