ঈদুল আজহা উপলক্ষে সাংসদ প্রিন্সের নগদ অর্থ বিতরণ
ঈদুল আজহা উপলক্ষে দুস্থ অসহায় ৫ শতাধিক মানুষের মধ্যে নগদ টাকা বিতরণ করেছেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সোমবার (১৯ জুলাই) দুপুরে শহরের কৃষ্ণপুর মক্তব মাঠে এক অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য প্রিন্স নিজ তহবিল থেকে নগদ এক হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা বিতরণ করেন।
এ সময় ঈদুল আজহা উপলক্ষে সাংসদ গোলাম ফারুক প্রিন্স তার বক্তব্যে বলেন, করোনাকালীন কঠিন সময় অতিবাহিত করছে সারাবিশ্ব।
শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের অসহায় বাবার ঘরে খুশির বন্যা
এ কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই সংকট অতিক্রম করার জন্য বর্তমান সরকার
অসহায় গরিব দুস্থ মানুষের পাশে থেকে নানাভাবে সহযোগিতা করছে।
বাংলাদেশেও এই করোনা ভাইরাস হানা দিয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য সরকার লকডাউন দিয়েছে।
চামড়া পাচার রোধে যশোর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
কোরবানির ঈদে এই সামান্য টাকা সহায়তায় কিছুটা হলেও তাদের কাজে লাগবে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপন করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন নাহার রেখা,
সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন,
পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান রকি, ওয়ার্ড কাউন্সিলার বাদল হোসেন, লাইলী বেগমসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।




Pingback: রংপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান - দ্যা বাংলা ওয়াল