নড়াইলে এগিয়ে চলো বাংলাদেশের ঈদ সামগ্রী প্রদান
নড়াইলে কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে হেল্পলাইন এগিয়ে চলো বাংলাদেশের পক্ষ থেকে ঈদ খাদ্য সামগ্রী প্রদান
নড়াইলে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিয়েছে সেবামূলক সংগঠন হেল্পলাইন এগিয়ে চলো বাংলাদেশ ।
সোমবার (১৯ জুলাই) বিকালে নড়াইলের ঈশানগাতী নামক স্থানে এই ঈদ খাদ্য উপহার প্রদান করা হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলার বেশ কয়েকটি অসহায় কর্মহীন দুস্থ পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী হিসেবে
চাল, ডাল, চিনি, কিচমিচ, দুধ, সাবান, সেনিটইজার, মাস্ক প্রদান করা হয়।
তালার খেশরায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের চাল ও নগদ টাকা বিতরণ
এ সময় উপস্থিত ছিলেন হেল্পলাইন এগিযে চলো বায়লাদেশ সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আহমিনা সুলতানা কলি, সাদেকুর রাজিব, নূরি আন-নূর,
জুনায়েত খান, ইশরাত জাহান বর্ষা, মহিউদ্দিন রাব্বি, মো: রাজিব ভুইয়া, হাসান নির্যাস, মো: ইমরান খান, শুভ সরকারসহ অনেকে।
নড়াইলে এগিয়ে চলো বাংলাদেশের হেল্পলাইন এর অন্যতম সদস্য তাহমিনা সুলতানা কলি বলেন,
স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিক সেবামূলক সংগঠন হিসেবে আমরা নতুন একটা গ্রুপ করেছি।
তালার ইসলামকাটি ইউনিয়নে শ্রমিকদের নগদ টাকা বিতরণ
এখানে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ একসাথে কাজ করে যাচ্ছি। করোনা সংকটে গণমানুষের পাশে থাকার চেষ্টা করছি।
হেল্পলাইন বাংলাদেশ ‘মাটি ও মানুষের’ সংগঠন। এই সংগঠনটি ২০২১ সালের (২৩ শে জুন) মাসে প্রতিষ্ঠিত।
ঈদ উপলক্ষে এই খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে হেল্পলাইন বাংলাদেশ নতুন পথযাত্রা শুরু করলো।
আগামীতেও হেল্পলাইন এগিয়ে চলো বাংলাাদেশ দুস্থ অসহায় মানুষের পাশে থেকে প্রতিনিয়ত কাজ করে যাবে ।

প্রতিনিধির তালিকা দেখতে ভিজিট করুন shopnotelevision.wix.com/reporters সাইটে।


Pingback: লকডাউন বন্যায় আনন্দ হচ্ছেনা যমুনা চরের শত পরিবারে - দ্যা বাংলা ওয়াল